খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াু জানিয়েছেন, হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার (Yahya Sinwar) নিহত হয়েছেন। এর আগে, ইজরায়েলের সেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়েছিল যে গাজায় আইডিএফের অপারেশনে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তখন বলা হয়েছিল যে এই ৩ জঙ্গির মধ্যে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে আইডিএফ ও আইএসএ-র তরফে। এরপরেই প্রকাশ্যে এসেছে ইজরায়েল-হামাস যুদ্ধ ঘিরে এই চাঞ্চল্যকর খবর। এই তথ্য জানিয়েছে ‘টাইমস অফ ইজরায়েল’।
advertisement
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই হামলার পর থেকেই গাজাকে কেন্দ্রকে হামাসকে টার্গেট করে যুদ্ধের ময়দানে নামে ইজরায়েল। বৃহস্পতিবার ইজরায়েলের তরফে বেঞ্জামিন নেতানিয়াহু জানান, হামাস প্রধান নিহত। বহু দিন ধরেই ইজরায়েলের কাছে প্রধান ‘মোস্ট ওয়ান্টেড’ ইয়াহা।
