দু’দিন আগেই বিদেশ থেকে আসা শিক্ষিত, উচ্চ পর্যায়ের কর্মক্ষম ব্যক্তিদে জন্য প্রচলিত H1B ভিসার ফি বার্ষিক ১২০০ ডলার থেকে বাড়িয়ে ১,০০,০০০ ডলার করেছে ট্রাম্প প্রশাসন৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা৷ তারপরেই এবার নিয়মেও বদল আনার প্রস্তাব৷
এই নতুন প্রস্তাবে তুলনায় বেশি ভাল এবং ভাল রোজগার সম্পন্ন বিদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে প্রথম দিকে রাখবে ট্রাম্প প্রশাসন৷ তাঁরাই তাড়াতাড়ি পাবেন ভিসা৷ অন্যদিকে, অবশ্য সংস্থাগুলি সব স্তরের কর্মীদেরই নিয়োগ করতে পারবে৷
advertisement
আরও পড়ুন: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, আমেরিকা প্রতিবছর সর্বোচ্চ ৮৫০০০ জনকে H1B ভিসা দিয়ে থাকে৷ এবার আবেদনকারীর সংখ্যা যদি এই ৮৫০০০ ছাড়িয়ে যায়, তাহলে যে সমস্ত সংস্থা বেশি বেতন দেয়, তাঁদের কর্মীদের ক্ষেত্রে আগে অনুমোদিত হবে H1B ভিসার আবেদন৷
আরও পড়ুন: সোমবার থেকে টানা বিদ্যুৎহীন এলাকা, খাবার জলটুকুও নেই, দিশেহারা দক্ষিণ কলকাতার কর্নফিল রোডের বাসিন্দারা
আমেরিকা প্রশাসনের আধিকারিকেরা জানাচ্ছেন, এই নিয়মে উদ্দেশ্য হল কম বেতনের কাজের ক্ষেত্রে যেভাবে বিদেশিদের এনে মার্কিন ব্যক্তিদের কর্মহানি বা কম বেতন ধার্য করা হয়, তা বন্ধ করা৷ ট্রাম্পের এই সিদ্ধান্ত উদ্দেশ্য আরও কড়া অভিবাসন নীতি তৈরি করা এবং মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো৷