TRENDING:

ফ্রান্সে ফের আইএস হামলা, পুলিশের গুলিতে মৃত জঙ্গি

Last Updated:

ফের রক্তাক্ত ফ্রান্স ৷ আইএস জঙ্গি হানার কবলে প্যারিসের এক সুপারমার্কেট ৷ বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রায় তিন ঘণ্টার লড়াইয়ের পর পুলিশের গুলিতে নিহত ওই বন্দুকবাজও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের রক্তাক্ত ফ্রান্স ৷ আইএস জঙ্গি হানার কবলে প্যারিসের এক সুপারমার্কেট ৷ বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রায় তিন ঘণ্টার লড়াইয়ের পর পুলিশের গুলিতে নিহত ওই বন্দুকবাজও ৷
advertisement

স্থানীয় সময় সকাল ১১ টা ১৫ নাগাদ হঠাৎই ফ্রান্সির দক্ষিণ-পশ্চিমের এক সুপারমার্কেটে হামলা চালায় এক বন্দুকবাজ ৷ নিজেকে ইসলামিক স্টেট (আইএস) -এর লোক বলে দাবি করে সে ৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপার মার্কেটে ঢোকার সময় আল্লাহ আকবর বলে ধ্বনি দিয়েছিল সে ৷ ঘটনাটিকে জঙ্গি হামলা হিসাবেই ঘোষণা করছে স্থানীয় প্রসাশন ৷ মার্কেটে ঢোকার সময় এক পুলিশকর্মীকে গুলি করে ওই জঙ্গি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ পরে বন্দুকবাজের হানায় মৃত্যু হয় আরও দুই সাধারণ নাগরিকের ৷ অন্তত ৮ জনকে পণবন্দী করে রেখেছিল ওই জঙ্গি ৷

advertisement

ওই সুপার মার্কেটকে জঙ্গি মুক্ত করতে অভিযান শুরু করে ফরাসি পুলিশ ৷ প্রায় তিন ঘণ্টা পর অবশেষে পুলিশের গুলিতে মারা যায় ওই জঙ্গি ৷

ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১৫ সালের জানুয়ারি মাসেও প্যারিসে হামলা চালিয়েছিল আইএস জঙ্গি ৷ শার্লি এবদোর দফতরে হামলায় নিহত হয়েছিলেন ১২ জন ৷ ২০১৬-তে বাস্তিল ডে-র দিন ট্রাক হামলায় মারা গিয়েছিলেন ৮৪ জন ৷ ফের আরও এক জঙ্গি হামলায় রক্তাক্ত হল ফ্রান্স ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফ্রান্সে ফের আইএস হামলা, পুলিশের গুলিতে মৃত জঙ্গি