এদিন স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে ফ্রান্সের রাজধানীর কুর্দিশ অধ্যুষিত এলাকার কুর্দিশ কালচার সেন্টারে আচমকায় ঢোকার চেষ্টা করে বছর ষাটের এক আততায়ী। অসফল হয়ে, তারপরে সে ঢুকে পরে নিকটবর্তী একটি সেলুনে।
আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!
advertisement
এদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, "ওই ব্যক্তি এলাকারই একটি রেস্তোরাঁয় কাজ করেন। আজ সকালে হঠাৎ দেখি ও বন্দুক নিয়ে কুর্দিশ কালচার সেন্টারে ঢোকার চেষ্টা করল। পুলিশের দিকে তাকিয়ে চিৎকার করছিল। তারপরে ছুটে গিয়ে সেলুনটায় ঢুকে পড়ে।" তারপরে সেইন সেলুনেই এলোপাথাড়ি গুলি চালায় সে। সঙ্গে সঙ্গেই সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিন জন।
জাতিতে ককেশীয় ওই শ্বেতাঙ্গের বিরুদ্ধে আগেও দু'বার খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকায় সে জাতি বিদ্বেষী বলেই পরিচিত। এদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আততায়ী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।