TRENDING:

টরেন্টোয় গুলিবর্ষণের ঘটনায় ২ জনের মৃত্যু, আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টরেন্টো: জন্মদিনের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে ৷ জন্মদিনের পার্টিতে আচমকা এক বন্দুকবাজের হানা ৷ এলোপাথারি গুলির ঘায়ে আহত হয় এক শিশু সহ ১৩ জন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কানাডার সবথেকে বড় শহর সেন্ট্রাল টরেন্টোয় ৷ শেষ পাওয়া খবরে মৃত্যু হয়েছে একজন আহত ব্যক্তির ৷ ঘটনার পর আত্মঘাতী বন্দুকবাজও ৷ সবমিলিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ ৷
advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, জন্মদিনের পার্টির হুল্লোড় তখন মধ্যগগনে ৷ স্থানীয় সময় রবিবার রাত ১০ টা ও ভারতীয় সময় রাত ২টো নাগাদ টরেন্টোর ড্যানফোর্থ এলাকার রেস্তোরাঁয় হানা দেয় বন্দুকধারী এক ব্যক্তি ৷ ঢুকেই প্রায় এলোপাথারি ১৫ থেকে ২০ বার গুলি চালায় সে ৷ রেস্তোরাঁয় ওই সময় একটি জন্মদিনের পার্টি চলছিল ৷ পার্টিতে উপস্থিত একটি বাচ্চা মেয়ে সহ গুলিতে আহত হন ১৩ ব্যক্তি ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর মধ্যে বাচ্চা মেয়েটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷

advertisement

আরও পড়ুন 

স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, হামলার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে হামলাকারী ৷ তাঁর পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ নিজেকে সম্পূর্ণ কালো পোশাকে ঢেকে ওই রেস্তোরাঁয় হানা দিয়েছিল হামলাকারী ৷ গুলি চালানোর জন্য ব্যবহার করে হ্যান্ডগান ৷ তবে কেন ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
টরেন্টোয় গুলিবর্ষণের ঘটনায় ২ জনের মৃত্যু, আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩