TRENDING:

এবার যাত্রীর রেক্টমে মিলল ৬০ লক্ষ টাকার সোনা !

Last Updated:

অভিনব উপায়ে এক কেজি-র বেশি সোনা পাচারের চেষ্টা করার সময় এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: ঢাকা বিমানবন্দর এখন ক্রমেই চোরাচালানকারীদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে ৷ প্রায়শই এখানে কখনও যাত্রীদের কাছে আবার কখনও বা বিমানের সিটের তলায় মিলছে সোনা ৷ চোরাচালানকারীরা ধরা পড়ে যাওয়ায় এখন অভিনব উপায় সোনা পাচারের কাজ চালাচ্ছেন ৷ কিন্তু তাতেও ধরা পড়ে গেলেন একজন ৷ শুনলে অবাক হবেন , ঢাকা বিমানবন্দরে আজ, বৃহস্পতিবার এক যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধার হয়েছে ১২টি্ সোনার বার ! যার প্রতিটির ওজোন ১০০ গ্রাম ৷ দাম সবমিলিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা ৷
advertisement

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন তাই স্বর্নখনিতে প্রায় পরিণত হয়েছে ৷ কখনও মিডল ইস্ট থেকে আবার কখনও বা অন্যত্র থেকে আসা যাত্রীদের কাছে পাওয়া যাচ্ছে চোরাচালানের সোনা ৷ শুল্ক দফতর ও গোয়েন্দাদের চোখে ধুলো দিতে এখন নানা অভিনব উপায় বের করছেন চোরাচালানকারীরা ৷ বৃহস্পতিবার যে যাত্রীকে আটক করা হয়েছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি মালয়েশিয়া থেকে এসেছিলেন ৷ শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখে। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর হাঁটাচলায় অস্বাভাবিকতা থাকায় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। কিন্তু তিনি কোনোভাবেই সোনা থাকার কথা স্বীকার করছিলেন না।শেষপর্যন্ত যাত্রীকে আটক করে তার মলাশয় (রেক্টম) থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ওজোনের সোনার বারগুলি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়েছে। ব্যক্তিগত ভাবে সে ওই সোনা নিয়ে আসছিল, না কি কোনও চক্রের হয়ে কাজ করছিল ? তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার যাত্রীর রেক্টমে মিলল ৬০ লক্ষ টাকার সোনা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল