তাঁর কথায়, 'হতবাক হওয়ার জন্য অপেক্ষা করুন৷ খুব শীঘ্রই জবাব দেব৷ এ বার আমাদের পালা৷ সারপ্রাইজের জন্য তৈরি থাকুন৷ অন্য ভাবে উত্তর পাবেন৷' সেনা ও পাক সরকার একসঙ্গে যা ঠিক করবে, সেই মতোই ভারতকে উত্তর দেওয়া হবে বলেও হুমকি দিল পাক সেনা৷ মেজর জেনারেল আসিফ গফুরের কথায়, 'ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি৷ সেনারা তৈরি হয়ে গিয়েছে৷' ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালিয়েছে, তা নিশ্চিতও করেছেন তিনি৷
advertisement
ইসলামাবাদে সাংবাদিকদের তিনি জানান, তিনটি আলাদা রুট দিয়ে ভারতীয় বায়ুসেনা আক্রমণ চালায়৷ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের লাহোর-সিয়ালকোট সেক্টরে ঢোকার চেষ্টা করছিল বলেও দাবি তাঁর৷ নিয়ন্ত্রণরেখা পেরনো নিয়ে ভারতের দাবির প্রসঙ্গে জেনারেল গফুরের বক্তব্য, LoC পেরিয়ে ৪-৫ নটিক্যাল মাইল ঢুকেছিল ভারতীয় সেনা৷ ভারত যুদ্ধের পথ বেছে নিল৷ তোমরা আমাদের মনোযোগী করতে চেয়েছিলে, আমরা হয়েছি৷ এ বার দেখো৷
আরও ভিডিও: হ্যাঁ ভারতীয় বায়ুসেনাই পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছে, জানালেন বিদেশ সচিব