TRENDING:

'সারপ্রাইজের জন্য তৈরি থাকুন', ভারতকে হুমকি পাকিস্তান সেনার

Last Updated:

তাঁর কথায়, 'হতবাক হওয়ার জন্য অপেক্ষা করুন৷ খুব শীঘ্রই জবাব দেব৷ এ বার আমাদের পালা৷ সারপ্রাইজের জন্য তৈরি থাকুন৷ অন্য ভাবে উত্তর পাবেন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: ভারতীয় সেনা বাহিনীর জবাবে বেসামাল পাকিস্তান৷ যুদ্ধ বিমান মিরাজ-২০০০ নিশ্চিহ্ন করে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে জইশ ই মহম্মদের জঙ্গি ঘাঁটি৷ এহেন পরিস্থিতিতে ভারতকে পাল্টা জবাবের হুমকি দিল পাকিস্তান৷ পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর সাংবাদিক সম্মেলনে বললেন, ইসলামাবাদ এর জবাব দেবেই৷ এমন জবাব, যা ভারতকে স্তম্ভিত করে দেবে৷
advertisement

তাঁর কথায়, 'হতবাক হওয়ার জন্য অপেক্ষা করুন৷ খুব শীঘ্রই জবাব দেব৷ এ বার আমাদের পালা৷ সারপ্রাইজের জন্য তৈরি থাকুন৷ অন্য ভাবে উত্তর পাবেন৷' সেনা ও পাক সরকার একসঙ্গে যা ঠিক করবে, সেই মতোই ভারতকে উত্তর দেওয়া হবে বলেও হুমকি দিল পাক সেনা৷ মেজর জেনারেল আসিফ গফুরের কথায়, 'ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি৷ সেনারা তৈরি হয়ে গিয়েছে৷' ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালিয়েছে, তা নিশ্চিতও করেছেন তিনি৷

advertisement

ইসলামাবাদে সাংবাদিকদের তিনি জানান, তিনটি আলাদা রুট দিয়ে ভারতীয় বায়ুসেনা আক্রমণ চালায়৷ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের লাহোর-সিয়ালকোট সেক্টরে ঢোকার চেষ্টা করছিল বলেও দাবি তাঁর৷ নিয়ন্ত্রণরেখা পেরনো নিয়ে ভারতের দাবির প্রসঙ্গে জেনারেল গফুরের বক্তব্য, LoC পেরিয়ে ৪-৫ নটিক্যাল মাইল ঢুকেছিল ভারতীয় সেনা৷ ভারত যুদ্ধের পথ বেছে নিল৷ তোমরা আমাদের মনোযোগী করতে চেয়েছিলে, আমরা হয়েছি৷ এ বার দেখো৷

advertisement

আরও ভিডিও: হ্যাঁ ভারতীয় বায়ুসেনাই পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছে, জানালেন বিদেশ সচিব

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
'সারপ্রাইজের জন্য তৈরি থাকুন', ভারতকে হুমকি পাকিস্তান সেনার