জানা গিয়েছে, ২৩ বছর বয়সী চরণপ্রীত সিং তাঁর স্ত্রীর সঙ্গে শনিবার ১৯ জুলাই অ্যাডিলেডের কিনটোন অ্যাভিনিউতে রাত ৯টা ২২-এ গাড়ি পার্ক করছিলেন। সেই সময়েই পাঁচ জনের এক দল যুবক তাঁদের উপর আক্রমণ করে।
আরও পড়ুন: বাংলাদেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় দেহের পাহাড়! আহতদের প্রাণ বাঁচাতে রক্তের জন্য হাহাকার
রিপোর্ট অনুযায়ী, আক্রমণকারীরা তাঁদের উপর লোহার বস্তু দিয়ে এবং ধারালো বস্তু দিয়ে আঘাত করেন। কোনওরকম কারণ ছাড়াই তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে আততায়ীরা একটি গাড়ি করে আসে। তারপরে চরণপ্রীতের উপর আক্রমণ শুরু করে।
আরও পড়ুন: ঢাকায় ভয়াবহ-মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, মৃতদের ২৫ জনই শিশু
আক্রমণ করার সময়, ভারতীয় হিসাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই ব্যক্তিরা। বেধড়ক মার খেয়ে এক সময় অচৈতন্য হয়ে পড়েন চরণপ্রীত। রিপোর্ট অনুযায়ী, তাঁর মাথায় আঘাত লাগে, মুখের হাড় ভেঙে যায়, এছাড়াও আরও একাধিক গুরুতর আঘাত লেগেছে।
অস্ট্রেলিয়ার এক সংবাদসংস্থা অনুযায়ী, গাড়ি রাখা নিয়ে প্রথমে বাদানুবাদের সূত্রপাত। এরপরেই অশ্রাব্য ভাষায় জাতিবিদ্বেষী কথা বলেই বেধড়ক মারতে শুরু করে ওই দুষ্কৃতিরা।