ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডার্মানিন দেশের আঞ্চলিক নেতাদের কাছে চিঠি লিখেছিলেন গোটা দেশের পুলিশ বাহিনীকে একত্রিত করার জন্য। এছাড়াও, কারফিউ চলাকালীন শহরগুলির বিশেষ বিশেষ এলাকায় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশ অনুযায়ী পথে পুলিশ্ মোতায়েন করা হবে, খোলা জায়গায় মানুষের জমায়েত রুখতে। শুধু তাই নয়, নির্দেশ রয়েছে, আন্ডারগ্রাউন্ডের নিঊ ইয়ার পার্টিকেও বন্ধ করার। এছাড়া পথে কাওকে জমায়েত করতে দেখলেই ধার্য হবে জরিমানা।
advertisement
গণ পরিবহন বন্ধ রাখার বিষয়েও ভেবেছিলেন ফ্রান্সের এই মন্ত্রী ডার্মানিন। তবে সমস্ত গণ পরিবহন বন্ধ রাখা সম্ভব নয়। সে কারণে, দেশ জুড়ে বেশ কিছু সংখ্যক মেট্রো লাইন বন্ধ রাখা হবে আজ সন্ধেবেলা। পুলিশ বাহিনীকে তিনি আরও নির্দেশ দিয়েছেন যে, সম্ভব হলে পেট্রল-ডিজেল এবং অ্যালকোহল বিক্রিও যেন বন্ধ রাখা হয়।