এমন অদ্ভূত ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বিখ্যাত টিভি শো ‘দি মর্নিং’-এর একটি শোতে। আটের দশকের নামজাদা মডেলের এই কীর্তি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন শো-এর দর্শকরা। ৪৯ বছর বয়সী মডেল শেষে কিনা বিয়ে করে বসলেন নিজের পোষা কুকুরকে ! এলিজাবেথের প্রিয় কুকুরটি একটি গোল্ডেন রিট্রিভার। নাম লোগান। একাধিকবার লোগান তাঁর জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তাঁর পাশে থেকেছে। তাই লোগানকে কাছ ছাড়া করতে চান না তিনি। আর সারা জীবন আটকে রাখার জন্য বিয়েই করে নিলেন তিনি।
advertisement
The moment we officially pronounced Elizabeth and Logan as Dog and Wife!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2019 12:06 AM IST