TRENDING:

প্রেমে দাগা খেয়ে পোষা কুকুরকে বিয়ে করলেন প্রাক্তন মডেল ! দেখুন বিয়ের ভিডিও

Last Updated:

৪ বার বিয়ে ভেঙেছে, ২০০র বেশি বার ডেটিংয়ে ব্যর্থ হয়ে নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন প্রাক্তন এক ব্রিটিশ মডেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রিটেন: মানুষ চাইলে কি না করতে পারে। তবে কোনও কিছুতেই মানুষ থেমে যায় না। ৪ বার বিয়ে ভেঙেছে, ২০০র বেশি বার ডেটিংয়ে ব্যর্থ হয়ে নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন প্রাক্তন এক ব্রিটিশ মডেল! লুকিয়ে চুরিয়ে নয়, একেবারে প্রকাশ্যে, লাইভ টিভি শো-এ এসে এমন কাণ্ড ঘটিয়েছেন প্রাক্তন ব্রিটিশ মডেল এলিজাবেথ হোড।
advertisement

এমন অদ্ভূত ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বিখ্যাত টিভি শো ‘দি মর্নিং’-এর একটি শোতে। আটের দশকের নামজাদা মডেলের এই কীর্তি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন শো-এর দর্শকরা। ৪৯ বছর বয়সী মডেল শেষে কিনা বিয়ে করে বসলেন নিজের পোষা কুকুরকে ! এলিজাবেথের প্রিয় কুকুরটি একটি গোল্ডেন রিট্রিভার। নাম লোগান। একাধিকবার লোগান তাঁর জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তাঁর পাশে থেকেছে। তাই লোগানকে কাছ ছাড়া করতে চান না তিনি। আর সারা জীবন আটকে রাখার জন্য বিয়েই করে নিলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রেমে দাগা খেয়ে পোষা কুকুরকে বিয়ে করলেন প্রাক্তন মডেল ! দেখুন বিয়ের ভিডিও