TRENDING:

India Pakistan Tension: পাকিস্তানকে আক্রমণ করলেই দখল উত্তর পূর্ব ভারত! হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, জড়ালেন চিনকেও

Last Updated:

বাংলাদেশের ওই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের নাম এএলএম ফজলুর রহমান৷ তিনি বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ডস বাংলাদেশ)-এর প্রধান হিসেবে কাজ করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: পাকিস্তানের রাজনৈতিক নেতা, মন্ত্রীরা তো ভারতকে হুঁশিযারি দিচ্ছেনই৷ এবার ভারতের দিকে হুমকি আসতে শুরু করল বাংলাদেশের থেকেও৷ বাংলাদেশের অন্তর্বতী মহম্মদ ইউনূস সরকারের ঘনিষ্ঠ এক প্রাক্তন সেনাকর্তা সমাজমাধ্যমে পোস্ট করে উত্তর-পূর্ব ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছেন৷ তবে নিজেদের একার ক্ষমতায় যে তা সম্ভব নয় তা বুঝেই চিনের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে উত্তর পূর্ব ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছেন৷
মহম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান৷
মহম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান৷
advertisement

বাংলাদেশের ওই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের নাম এএলএম ফজলুর রহমান৷ তিনি বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ডস বাংলাদেশ)-এর প্রধান হিসেবে কাজ করেছেন৷ ফেসবুকে পোস্ট করে তিনি প্রস্তাব দিয়েছেন, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে অবিলম্বে চিনের সঙ্গে কথা শুরু করা উচিত বাংলাদেশের৷

আরও পড়ুন: শিকারায় ছিলেন বাবা-ছেলে, হঠাৎ ওলটপালট সবকিছু! এবার ডাল লেকে বিরাট বিপর্যয়

advertisement

মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ঘনিষ্ঠ ওই প্রাক্তন সেনাকর্তা ফেসবুকে লিখেছেন, ‘ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়া৷ আমার মনে যৌথ সামরিক অভিযান শুরু করার জন্য অবিলম্বে চিনের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করা উচিত৷ ‘

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-এর বিদ্রোহ এবং গণহত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের তৈরি তদন্ত কমিশনের মাথাতেও রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এএলএম ফজলুর রহমান৷ যদিও তাঁর এই বিতর্কিত মন্তব্যের দায় নিতে চায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ মহম্মদ ইউনূসের অফিসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফজলুর রহমানের মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত মত৷ বাংলাদেশ সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকেও একই মনোভাব আশা করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সম্প্রতি চিন সফরে গিয়েও উত্তর পূর্ব ভারত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ তিনি দাবি করেন, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য ভৌগলিক ভাবেই অসুবিধাজনক বা আবদ্ধ অবস্থায় রয়েছে৷ উত্তর পূর্ব ভারতের কাছাকাছি কোনও সমুদ্র বন্দর না থাকায় জলপথে বাংলাদেশকেই ওই অঞ্চলের অভিভাবক বলে দাবি করেন ইউনূস৷ এই যুক্তি দেখিয়ে বাংলাদেশে চিনা বিনিয়োগ বাড়ানোর জন্যও বেজিংয়ের কাছে আর্জি জানান তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan Tension: পাকিস্তানকে আক্রমণ করলেই দখল উত্তর পূর্ব ভারত! হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, জড়ালেন চিনকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল