TRENDING:

Turkey earthquake: সমাধিস্থলে জায়গা নেই, জঙ্গল সাফ করে চলছে গণকবর! তুরস্ক-সিরিয়ায় হাহাকার, বাড়ছে মৃতের সংখ্যা

Last Updated:

রবিবার তুরস্কের মারাসেরবিবার ৫ হাজার মৃতদেহ একসঙ্গে সমাধিস্থ করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজিয়ানটেপ: হাজার হাজার মানুষের মৃত্যু৷ সমাধিস্থলেও তাই স্থান সংকুলান হচ্ছে না৷ গণকবর দেওয়ার জন্য তাই শহরের বাইরে পাইন গাছের বন কেটে সাফ করা হচ্ছে। এমনই হৃদয়বিদারক ছবি এখন তুরস্কের গাজিয়ানটেপ শহরের।
এভাবেই জঙ্গল পরিষ্কার করে  চলছে গণকবরের কাজ। Photo-Reuters
এভাবেই জঙ্গল পরিষ্কার করে চলছে গণকবরের কাজ। Photo-Reuters
advertisement

ভয়াল ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ইতিমধ্যেই ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ভূমিকম্পের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নীচ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে৷ তাই জঙ্গল পরিষ্কার করে যন্ত্রের সাহায্যে কবর খোঁড়ার কাজ চলছে৷

আরও পড়ুন: ভারতের মহিলা সেনা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের বাসিন্দা, হাহাকারের মধ্যেও মন ছুঁল এই ছবি

advertisement

রবিবার তুরস্কের মারাসেরবিবার ৫ হাজার মৃতদেহ একসঙ্গে সমাধিস্থ করা হয়৷ সমাধিস্থেলর কাছেই তাঁবু খাটিয়ে নিহতদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ মৃতদেহের সারির মধ্যে নিজেদের প্রিয়জনকে খুঁজে পেতেই সমস্যায় পড়ছেন মৃতের পরিবার এবং আত্মীয়রা৷ সমাহিত করার আগে রীতি মেনে প্রার্থনা এবং ধর্মীয় আচার পালনের জন্যও ব্যবস্থা করেছে প্রশাসন৷ অন্যদিকে কয়েক মিনিট অন্তর অন্তর নতুন নতুন মৃতদেহ নিয়ে সমাধিস্থলে পৌঁছচ্ছে শববাহী বহনকারী গাড়ি৷ তার সঙ্গে তাল মিলিয়ে চলছে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ৷ যাতে আরও বেশি সংখ্যক মৃতদেহকে জায়গা করে দেওয়া যায়৷

advertisement

আরও পড়ুন: একটা পরিবার পুরো শেষ! দু'হাতে কংক্রিট হাঁতড়ে ৩০ জন আত্মীয়ের খোঁজ যুবকের

তুরস্ক, সিরিয়ার এই ভূমিকম্পকে গত একশো বছরের মধ্যে এই অঞ্চলের সবথেকে ভয়াবহতম বলে দাবি করা হচ্ছে৷ তার মধ্যে সর্বস্ব হারানো মানুষের সমস্যা বাড়িয়েছে প্রবল ঠান্ডা৷ খোলা আকাশের নীচে হাড় কাঁপানো ঠান্ডা আর পেটে খিদে নিয়েই দিন গুজরান করতে হচ্ছে গৃহহীন হাজার হাজার মানুষকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

গত সোমবার ভোররাতে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের শহর গাজিয়ানটেপ প্রথম বার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮৷ এর ৯ ঘণ্টা পরে ফের দ্বিতীয়বার জোরাল কম্পন অনুভূত হয় ওই অঞ্চলে৷ দ্বিতীয়বার কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ দুই দেশেই এখনও জারি রয়েছে উদ্ধারকাজ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছেই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey earthquake: সমাধিস্থলে জায়গা নেই, জঙ্গল সাফ করে চলছে গণকবর! তুরস্ক-সিরিয়ায় হাহাকার, বাড়ছে মৃতের সংখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল