স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রের খবর, সন্দেহভাজন তরুণের নাম ফিনিক্স ইকনার৷ তার বয়স ২০-র আশপাশে৷ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিরই প্রাক্তন ছাত্র ছিল সে৷ তবে কি কারণে সে এদিনেই এই গুলি চালনার ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট হয়নি৷
advertisement
পুলিশ জানিয়েছে, ফিনিক্সের মা গত ১৮ বছর ধরে পুলিশকর্মী হিসাবে কাজ করেন৷ তাঁর বন্দুকই লুকিয়ে চুরি করেছিল তাঁর ছেলে৷ ঘটনাস্থল থেকে সেই বন্দুক উদ্ধারও হয়েছে৷ এছাড়া ছেলেটি পুলিশের একটি ট্রেনিং প্রোগ্রামেরও সদস্য ছিল৷ সেখান থেকেও সে অস্ত্র পেয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ পুলিশের গুলিতে আহত হয়েছে অভিযুক্ত৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
সেই বিভীষিকাময় মুহূর্তে কথা মনে পড়তেই শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা৷ এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, প্রথম গুলির আওয়াজ শুনতেই ক্যাম্পাসে বসে থাকা স্টুডেন্টরা ছুটোছুটি করতে শুরু করে দেয়৷ তারপর একটা ছেলেকে বন্দুক হাতে লনের মধ্যে হাঁটতে দেখেন তিনি৷ এরপরই একসঙ্গে ৮-১০টা গুলির আওয়াজ একসঙ্গে আসে৷
শ্যুটিংয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ পুলিশকর্মীরা জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনার পর ক্যাম্পাস সবদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রাথমিক উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের একটি নির্জন স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।