TRENDING:

আকাশ থেকে মাছ বৃষ্টি হচ্ছে অজি শহরে, প্রাকৃতিক ঘটনার পিছনে জানুন রহস্য

Last Updated:

অস্ট্রেলিয়ার দূরবর্তী একটি জনবিরল স্থানে স্থানীয় বাসিন্দারা হঠাৎ আকাশ থেকে মাছের বর্ষণ হতে দেখে বিস্মিত হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ক্যাথরিনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে তানামি মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত লাজামানু নামক একটি শহরে। fish rain from sky in an australian town

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আকাশ থেকে মাছের বৃষ্টি ! শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন ঠিকই , কিন্তু এমন ঘটনা বিরল নয়। অস্ট্রেলিয়ার দূরবর্তী একটি জনবিরল স্থানে স্থানীয় বাসিন্দারা হঠাৎ আকাশ থেকে মাছের বর্ষণ হতে দেখে বিস্মিত হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ক্যাথরিনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে তানামি মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত লাজামানু নামক একটি শহরে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনাটি প্রথমবার ঘটেনি। এই অঞ্চলের বাসিন্দাদের মতে ঘটনাটি প্রবল বৃষ্টির সঙ্গে শুরু হয়েছিল।
advertisement

একজন স্থানীয় বাসিন্দা এবং সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্রু জনসন জাপানাংকার কথা অনুযায়ী এটা ভগবানের আশীর্বাদ। সেদিন যা ঘটেছিল তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে হঠাৎ একটা বড় ঝড় সেই সম্প্রদায়ের দিকে এগিয়ে আসছিল। প্রথমের দিকে এটিকে বৃষ্টি ভেবে ভুল করলেও পরে আকাশ থেকে বৃষ্টির রূপে মাছ পড়তে দেখা যায়। নিচে পড়ার পরেও অনেক মাছ বেঁচে ছিল। তারা বেশ কিছু মাছকে মাটিতে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির ছাদে পড়তে দেখেছেন ,শিশুরা যেগুলো তুলে জারে বা বোতলে ভরে রাখছিল। কিছুক্ষন পর ঝড় থামলে মাছগুলি নিকটবর্তী পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল।

advertisement

আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ১৯৭৪, ২০০৪ এবং ২০১০ সালে এমন ঘটনা ঘটেছিল। আবহাওয়াবিদরা এখনও এর সঠিক কারণ খুঁজে পাননি , তবে তাদের মতে জলের স্পাউট বা শক্তিশালী আপড্রাফ্টের এর কারণ হতে পারে যা টর্নেডোর মতো ঝড় সৃষ্টি করে। এই ঘূর্ণি ঝড় জলাশয় থেকে মাছ টেনে নিয়ে অনেকদূর অবধি বয়ে নিয়ে যায় এবং বৃষ্টির মতো আকাশ থেকে ঝরে পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাই বলা যেতে পারে স্থানীয় আবহওয়া অনেকটা এই অস্বাভাবিক ঘটনার জন্য দায়ী।

বাংলা খবর/ খবর/বিদেশ/
আকাশ থেকে মাছ বৃষ্টি হচ্ছে অজি শহরে, প্রাকৃতিক ঘটনার পিছনে জানুন রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল