তবে, এ ব্যাপারে বাইডেন কিছু না জানালেও নভেম্বরের শুরুতে তিনি একটি ট্যুইটে লেখেন যে, ফের হোয়াইট হাউজে কুকুরদের ফিরিয়ে নিয়ে যাওয়া হোক! সেই ট্যুইটে নিজের সঙ্গে পোষ্যর একটি ছবিও দেন।
তাঁর দুই পোষ্য, দুই জার্মান শেফার্ড চ্যাম্প ও মেজর, যার মধ্যে মেজরকে তিনি রাস্তা থেকে বাঁচিয়েছিলেন। এবং মেজর হোয়াইট হাউসে গেলে সে-ই প্রথম হোয়াইট হাউসে ঢোকা এমন পোষ্য হবে যাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে।
advertisement
এ দিকে, রবিবার সকালে CBS-এর একটি অনুষ্ঠানে বলা হয় যে, সেপ্টেম্বরেই একটি সাক্ষাৎকারে জিল বাইডেনের কথায় বিড়াল নিয়ে যাওয়ার বিষয়ে আঁচ পাওয়া গিয়েছে। সেপ্টেম্বরে হওয়া ওই সাক্ষাৎকারে জিলকে জিজ্ঞাসা করা হয়, ভোটে জিতলে স্বামীর কাছ থেকে তিনি কী উপহার চাইবেন? জিল উত্তরে জানিয়েছিলেন, বিড়াল। তিনি বলেছিলেন, একটি বিড়াল উপহার দিলে তিনি সব চেয়ে বেশি খুশি হবেন!
হোয়াইট হাউজে বিড়াল আদৌ নিয়ে যাওয়া হবে কীনা , সে বিষয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। তবে সেটা হলে দীর্ঘ এক দশক পরে যে আবার হোয়াইট হাউজে বিড়াল ঢুকবে, তা বলে দেওয়া যায় হিসেব কষে! এর আগে শেষবারের জন্য জর্জ ডব্লু বুশ প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউজে বিড়াল ঢোকে। তাঁর পোষ্য বিড়াল ইন্ডিয়া তাঁর সঙ্গে থাকত। সঙ্গে থাকত দু'টি স্কটিশ টেরিয়ার কুকুরও। ২০০৯ সালে তিনি হোয়াইট হাউজ ছাড়ার আগেই সেখানে মৃত্যু হয় ইন্ডিয়ার। যদিও হোয়াইট হাউজে প্রথম বিড়াল প্রবেশ করে বিল ক্লিন্টনের হাত ধরে ১৯৯৩ সালে। ২০০১ পর্যন্ত হোয়াইট হাউসে ছিল সক্স নামে সেই বিড়ালটি!