বিদায়বেলায় বাবা এবং মেয়ের সেই আবেগঘন মুহূর্তের ভিডিওই ট্যুইট করেছে নিউ নিউজ ইইউ নামে একটি সংবাদমাধ্যম৷ যে ভিডিও দেখে মন খারাপ গোটা বিশ্বেরই৷ ইউক্রেন সঙ্কট কীভাবে হাজারো পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এই ভিডিওটি যেন তারই জ্বলন্ত প্রমাণ৷ তবে ইউক্রেনের কোথায় এই ঘটনাটি ঘটেছে, তার উল্লেখ নেই ভিডিও-তে৷
আরও পড়ুন: যে যুদ্ধ করতে চাইবে, তাকেই অস্ত্র দেওয়া হবে, দেশের মানুষকে বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের
advertisement
ইতিমধ্যেই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যাচ্ছে৷ আপাতত ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি ধ্বংস করাই লক্ষ্য রাশিয়ার৷
আরও পড়ুন: ভিটিবি-সহ চার রুশ ব্যাঙ্কের বাণিজ্যে নিষেধাজ্ঞা বাইডেনের, কড়া কথা রাশিয়াকে
ধারে এবং ভারে রাশিয়ার সেনা ইউক্রেনের থেকে কয়েকগুন শক্তিশালী৷ শুধু সামরিক শক্তি দিয়ে যে রুশ আগ্রাসন রোখা সম্ভব নয়, তা বুঝতে পেরে দেশের সাধারণ মানুষকেও লড়াইয়ের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷
প্রথমে রাশিয়া দাবি করেছিল পূর্ব ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে তাদের সামরিক অভিযান৷ কিন্তু একদিনের মধ্যেই রুশ সেনা পূর্ব ইউক্রেন পেরিয়ে রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ সেখানে পৌঁছেছে ইউক্রেনের সেনাও৷ কিয়েভের কাছে একটি বিমানঘাঁটিকে কেন্দ্র করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দু' পক্ষ৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কিয়েভের কাছাকাছি শহরগুলির উপরে খুব নিচু দিয়ে সেনা হেলিকপ্টার উড়ে যেতে দেখা গিয়েছে৷