TRENDING:

Ukraine Crisis: আবার দেখা হবে তো? ইউক্রেনে বিদায়বেলায় বাবা-মেয়ের অঝোরে কান্না, দেখুন ভিডিও

Last Updated:

ইতিমধ্যেই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যাচ্ছে৷ আপাতত ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি ধ্বংস করাই লক্ষ্য রাশিয়ার (Russia Ukraine News)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিয়েভ: রাশিয়া হানা দেওয়ার পর থেকেই ইউক্রেনে (Ukraine Crisis) বেশ কিছু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে৷ তাই নিজেদের ভিটে মাটি ছেড়ে আপাতত অসংখ্য মানুষ নিরাপদ স্থানে চলে যাচ্ছেন৷ ইউক্রেনের (Ukraine) এক ব্যক্তি নিজের স্ত্রী ও মেয়েকে নিরাপদে পাঠিয়েও নিজে রুশ সেনার সঙ্গে লড়াই করার জন্য দেশে থেকে গিয়েছেন৷
মেয়েকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা৷ Photo- New News EU
মেয়েকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা৷ Photo- New News EU
advertisement

বিদায়বেলায় বাবা এবং মেয়ের সেই আবেগঘন মুহূর্তের ভিডিওই ট্যুইট করেছে নিউ নিউজ ইইউ নামে একটি সংবাদমাধ্যম৷ যে ভিডিও দেখে মন খারাপ গোটা বিশ্বেরই৷ ইউক্রেন সঙ্কট কীভাবে হাজারো পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এই ভিডিওটি যেন তারই জ্বলন্ত প্রমাণ৷ তবে ইউক্রেনের কোথায় এই ঘটনাটি ঘটেছে, তার উল্লেখ নেই ভিডিও-তে৷

আরও পড়ুন: যে যুদ্ধ করতে চাইবে, তাকেই অস্ত্র দেওয়া হবে, দেশের মানুষকে বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের

advertisement

ইতিমধ্যেই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যাচ্ছে৷ আপাতত ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি ধ্বংস করাই লক্ষ্য রাশিয়ার৷

আরও পড়ুন: ভিটিবি-সহ চার রুশ ব্যাঙ্কের বাণিজ্যে নিষেধাজ্ঞা বাইডেনের, কড়া কথা রাশিয়াকে

ধারে এবং ভারে রাশিয়ার সেনা ইউক্রেনের থেকে কয়েকগুন শক্তিশালী৷ শুধু সামরিক শক্তি দিয়ে যে রুশ আগ্রাসন রোখা সম্ভব নয়, তা বুঝতে পেরে দেশের সাধারণ মানুষকেও লড়াইয়ের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

প্রথমে রাশিয়া দাবি করেছিল পূর্ব ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে তাদের সামরিক অভিযান৷ কিন্তু একদিনের মধ্যেই রুশ সেনা পূর্ব ইউক্রেন পেরিয়ে রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ সেখানে পৌঁছেছে ইউক্রেনের সেনাও৷ কিয়েভের কাছে একটি বিমানঘাঁটিকে কেন্দ্র করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দু' পক্ষ৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কিয়েভের কাছাকাছি শহরগুলির উপরে খুব নিচু দিয়ে সেনা হেলিকপ্টার উড়ে যেতে দেখা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine Crisis: আবার দেখা হবে তো? ইউক্রেনে বিদায়বেলায় বাবা-মেয়ের অঝোরে কান্না, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল