জানা গিয়েছে যে তাঁদের নাম জার্মান অরল্যান্ডো নোভোয়া এবং রায়না মারিয়া ম্যারোকান। এই দম্পতির বাগানের গাছে যে বৃহদাকৃতির আম ফলেছে, সেটাই ফিলিপাইনের রেকর্ডের মুখে দুয়ো দিয়ে ২৯ এপ্রিল ঠাঁই করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের বইতে। এই দম্পতির কন্যা জানিয়েছেন যে এমনিতেই তাঁদের বাগানে বেশ বড় আকৃতির আম হয়। তবে এই আমটি একটু বেশিই বড়সড় ছিল! ফলে, ওজন করার পরে তিনি বিশ্বের সব চেয়ে ওজনদার আমের পরিমাণ কত, তা খুঁজতে শুরু করেন। এবং তার পরেই তাঁর আনন্দ যেন কূল ছাপিয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে তাঁদের বাগানের আম। এর পর তিনি যোগাযোগ করেন সংস্থার সঙ্গে, সব দিক খতিয়ে দেখেও সংস্থাও রেকর্ড আপডেট করে দেয়।
advertisement
তবে যে আমের রেকর্ড নিয়ে এত লোকমুখে গল্প, তার পুরোটাই কিন্তু এর মধ্যে মুখে পুরে দিয়েছেন এই কৃষক পরিবারের সদস্যেরা। জানিয়েছেন যে তা রীতিমতো সুস্বাদু ছিল! ঠিক কাজই করেছেন তাঁরা, কেন না ফেলে রাখলে তা নষ্ট হয়ে যেত! তবে স্থানীয় পুরসভার মিউজিয়ামকে একেবারে বঞ্চিত করেনি এই পরিবার, এই আমের একটা রেপ্লিকা তৈরি করে তা রেকর্ডের ডিটেইল-সহ সেখানে পাঠিয়ে দিয়েছে, যাতে লোকে অন্তত এই আম দেখতে কেমন ছিল, সেটুকু জানতে পারেন!