TRENDING:

ফেসবুকে কতটা সময় নষ্ট হচ্ছে জানিয়ে দেবে ফেসবুকই

Last Updated:

এই নতুন ব্যবস্থাই আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেধে দিতে পারবেন ফেসবুকের জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: ফেসবুকে ঘনঘন লগ-ইন হন ? দিনের বেশি সময়টা কেটে যায় এর-ওর প্রোফাইল ঘেঁটে ? বা নিজের ফেসবুকে বারে বারে ছবি পরিবর্তন, স্টেটাস আপডেট ? নিট ফল, দিনের অনেকটা সময় কেটে যায় ফেসবুক নিয়েই ৷ এসবের পর মন হয় তো খমখা নষ্ট হল সময় ৷ কিন্তু কিছুতেই তাতে লাগাম টানতে পারছেন না ? এবার তার সাহায্য করবে ফেসবুকই ৷ 'ইয়োর টাইম ওন ফেসবুক' বলে আসছে ফেসবুকের নতুন ফিচার ৷
advertisement

আরও পড়ুন কবে হবে আপনার মৃত্যু এবার জানাবে গুগল

এই নতুন ব্যবস্থাই আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেধে দিতে পারবেন ফেসবুকের জন্য ৷ সেই সময় অতিক্রম হলেই আপনাকে জানান দেবে 'ইয়োর টাইম ওন ফেসবুক' ৷ শুধু তাই নয়, ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷ সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷

advertisement

আরও পড়ুন আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে ৷ তবে ফেসবুকে মজে থাকুন, কিন্তু একে নিজের নেশা বানাবেন না, বলছে ফেসবুকও ৷ তাই তো এই সময় মাপার ব্যবস্থা করছে কর্তৃপক্ষও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফেসবুকে কতটা সময় নষ্ট হচ্ছে জানিয়ে দেবে ফেসবুকই