চারদিকে বরফ আর বরফ। এই দুর্গম পথ পেরিয়েই ৮ হাজার ৮৪৮ মিটার অতিক্রম করতে পারলেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়। এই উচ্চতার আগে ৮ হাজার ৭৯০ মিটার উচ্চতায় রয়েছে হিলারী স্টেপ।
১৯৫৩ সালে এভারেস্ট অভিযানে গিয়ে এই স্টেপ আবিষ্কার করেছিলেন এডমণ্ড হিলারী ও তেনজিং নোরগে। এভারেস্টের বুকে ওই অংশের বিস্তার প্রায় ৪০ ফুট। খাড়াই পাহাড়ের ওই অংশে বরফ জমে না। বিস্তীর্ণ পথ বরফের মধ্যে দিয়ে পেরিয়ে শেষে হিলারী স্টেপে এসে তাই কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় পর্বতারোহীদের। কারণ কাঁটা লাগানো জুতো পরে ওই পাথুরে অংশে হাঁটা অত্যন্ত কঠিন কাজ। কেমন এই হিলারী স্টেপ..
advertisement
- 'হিলারী স্টেপের' বিস্তার প্রায় ৪০ মিটার
- 'হিলারী স্টেপে' বরফ জমে না
- খাড়াই এই অংশ মূলত পাথর দিয়ে মোড়া
- এই অংশে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পর্বতারোহীদের
- কাঁটা লাগানো জুতো পরে পাথুরে অংশ পার হওয়া অত্যন্ত কঠিন কাজ
এই চ্যালেঞ্জের জন্যই পর্বতারোহীদের কাছে আকর্ষণীয় ছিল হিলারী স্টেপ।
বাইট, কুন্তল কারার, পর্বতারোহী
কিন্তু, বর্তমানে এই পাথুরে অংশ নষ্ট হয়ে গিয়েছে। কারণ হিসাবে উঠে আসছে
- ২০১৫ সালে ভয়ানক ভূমিকম্প
- ক্রমাগত তুষার ঝড়
- পর্বতারোহীদের ঘনঘন এভারেস্ট অভিযান
মুছে যেতে বসেছে হিলারি স্টেপ। ফলে প্রকৃতিই যেন সহজ করে দিচ্ছে এভারেস্টের শিখর ছোঁয়ার বাসনাকে।