TRENDING:

Sherpa Dies On Mount Everest: এভারেস্ট জয়ের হাতছানি! কাঁধে ব্যাকপ্যাক নিয়ে বসে বসেই মর্মান্তিক মৃত্যু পর্বতারোহীর

Last Updated:

Mount Everest Climbing: কাঁধে ব্যাকপ্যাক নিয়ে বসে থাকা অবস্থাতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমাণ্ডু: পাহাড়ের অমোঘ হাতছানি আর তাকে জয় করার নেশা পর্বতপ্রেমীদের বারেবারে টেনে নিয়ে যায় বরফে ঢাকা মাউন্ট এভারেস্টের কাছে। শুরু হয়ে গিয়েছে পর্বতারোহণের নতুন মরশুম। আর নয়া এই মরশুমেই বিশ্বের সর্বোচ্চ পর্বতে প্রথম মৃত্যুর খবরও মিলেছে। একাধিকবার মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা একজন নেপালি পর্বতারোহী মারা গিয়েছেন বলেই শুক্রবার জানিয়েছেন পর্বত অভিযানের সংগঠকরা।
advertisement

গিমি তেঞ্জি শেরপার বয়স ৩৮। বৃহস্পতিবার ভোরে খুম্বু হিমবাহের অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলের কাছাকাছি একটি ট্রেইলে ‘ফুটবল মাঠ’ নামে পরিচিত একটি এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। “তাঁর মৃতদেহ নামিয়ে আনা হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসায় অনুমান অত্যধিক উচ্চতায় শারীরিক অসুস্থতার কারণেই এমনটা ঘটেছে,” জানান মার্কিন অভিযান সংস্থা ইন্টারন্যাশনাল মাউন্টেন গাইডসের স্থানীয় অংশীদার বেউল অ্যাডভেঞ্চারসের পাসাং সেরিং শেরপা।

advertisement

আরও পড়ুন- সাতসকালে ভিড় বাজারে বুলেটের আওয়াজ! চমকে দিয়ে বেরিয়ে এলেন এই অভিনেতা! থ আমজনতা!

তেঞ্জি শেরপা ক্যাম্প ২-এ পর্বতারোহনের সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন। ওই ভাবেই কাঁধে ব্যাকপ্যাক নিয়ে বসে থাকা অবস্থাতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। “আজকের ঘটনাটি সবার জন্য বড় ধাক্কা। গিমির পরিবারের সকলকে আমাদের সমবেদনা এবং প্রার্থনা,” IMG-এর অভিযানের নেতা গ্রেগ ভার্নোভেজ সংস্থারর ওয়েবসাইটে এই বার্তা পোস্ট করেছেন।

advertisement

এভারেস্টে যত মৃত্যু ঘটে তার প্রায় এক তৃতীয়াংশ নেপালি গাইড এবং পোর্টার। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পৌঁছানোর লক্ষ্যে শত শত পর্বতারোহীদের স্বপ্নের জন্য তাঁরা যে ঝুঁকি নেন তা অনেকের অজানাই থেকে যায়। বেশিরভাগ পর্বতারোহীরাই অন্তত একজন গাইডের সাহায্যে ৮,৮৪৮-মিটার (২৯,০২৮-ফুট) পর্বতের চূড়ায় চড়তে চেষ্টা করেন।

গত মঙ্গলবারই ৮,১৬৭-মিটার (২৬,৭৯৫-ফুট) ধৌলগিরিতে একজন গ্রিক পর্বতারোহীর মৃত্যু ঘটেছে। বছর ৫৯-এর অ্যান্টোনিওস সাইকারিস বিশ্বের সপ্তম সর্বোচ্চ পর্বতের চূড়া থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন এবং ৭,৪০০ মিটার উচ্চতায় মারা যান।

advertisement

আরও পড়ুন- সোনম কাপুরের বাড়ি থেকে চুরি করা টাকায় গাড়ি কিনল অপরাধীরা! কীর্তি ফাঁস ধৃতদের

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

২০২০ সালে মহামারীর সময় বন্ধ থাকার পরে কেবলমাত্র পর্বতারোহীদের জন্য ফের রাস্তা খুলে দেওয়া হয়। নেপাল সরকার ইতিমধ্যেই এভারেস্ট আরোহণের জন্য ২৫০ জন সহ এই মরশুমে ৬৮৯ জন পর্বতারোহীকে অনুমতি দিয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Sherpa Dies On Mount Everest: এভারেস্ট জয়ের হাতছানি! কাঁধে ব্যাকপ্যাক নিয়ে বসে বসেই মর্মান্তিক মৃত্যু পর্বতারোহীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল