Varun Dhawan: সাতসকালে ভিড় বাজারে বুলেটের আওয়াজ! চমকে দিয়ে বেরিয়ে এলেন এই অভিনেতা! থ আমজনতা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Varun Dhawan Bawaal Movie: বরুণ ধাওয়ান তাঁর আগামী সিনেমা বাওয়ালের শ্যুটিং করতে কানপুরে গিয়েছিলেন। সেখানেই নির্দিষ্ট লোকেশনে শ্যুটিং টিম সেট তৈরি করেছিল।
ভিড় রাস্তায় হঠাৎ বুলেট বাইকের আওয়াজ! বাইকের আওয়াজের উৎসের দিকে ঘাড় ঘোরাতেই হাঁ রাস্তার সাধারণ মানুষ! কাকে দেখছেন তাঁরা? ভরা বাজারে বাইক চালাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান! বৃহস্পতিবার, বরুণ ধাওয়ানকে হঠাৎই কানপুরের রাস্তায় নীল শার্ট পরে বুলেট চালাতে দেখে এভাবেই অবাক হয়ে যান শহরের বাসিন্দারা। প্রথমে কেউই বিশ্বাস করেননি। পরে সিনেমার সেট ও শ্যুটিং দেখে ভিড় জমতে থাকে। বরুণ ধাওয়ান তাঁর আগামী সিনেমার শ্যুটিং করতে কানপুরে গিয়েছিলেন। সেখানেই নির্দিষ্ট লোকেশনে শ্যুটিং টিম সেট তৈরি করেছিল। কিন্তু শ্যুটিংয়ের শিডিউল এত তাড়াতাড়ি ঠিক হয়েছিল যে কারও কাছেই আগে থেকে কোনও তথ্য ছিল না।
advertisement
বৃহস্পতিবার সকাল আটটা প্রায়। সবে ঝাঁপ খুলছে দোকানপাট। তখনইয় হঠাৎ রাস্তায় সিনেমার সেট তৈরি হতে থাকে। প্রথমে মানুষ কিছু বুঝতে না পারলেও যখন বুলেটে চড়ে নীল শার্ট পরে অভিনেতা বরুণ ধাওয়ান একটা গলি থেকে বেরিয়ে আসেন, তখন দর্শকরাও অবাক হয়ে যান। সিনেমার শ্যুটিংয়ের কথা জানতে পেরে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে ফোন করেও খবর জানাতে থাকেন অনেকে। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায়, যদিও ভিড় নিয়ন্ত্রণে আগে থেকেই পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।
advertisement
বরুণ ধাওয়ানের আগামী সিনেমা বাওয়ালের শ্যুটিং চলছে। এতে লখনউয়ের আনন্দবাগের সরু রাস্তার একটি দৃশ্যও রয়েছে, যেটির শ্যুটিং হওয়ার কথা লখনউতে। কিন্তু, লখনউ প্রশাসনের অনুমতি না থাকায় সেই সরু রাস্তার শ্যুটিংয়ের জন্য কানপুরের লোকেশন বেছে নেওয়া হয়। অনুমতির মেলার পরে, বৃহস্পতিবার সকালেই শ্যুটিং শুরু হয়। ভোরেই লোকেশনে পৌঁছে সেট তৈরি করেন সদস্যরা এবং তারপরে বুলেটে চড়ে বেরিয়ে আসেন বরুণ ধাওয়ান। দ্রুত গতিতে বুলেটে রওনা হয়ে বরুণ ধাওয়ান লেনিন পার্ক পর্যন্ত যান। ভিড় নিয়ন্ত্রণে প্রস্তুতই ছিল পুলিশ।
advertisement
advertisement