TRENDING:

Twitter | Elon Musk | CEO: ট্যুইটারের সিইও পদ থেকে সরছেন এলন মাস্ক? ট্যুইটে বড় ইঙ্গিত, নতুন জন কে? নেট দুনিয়ায় তোলপাড়

Last Updated:

গত বছর অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইট কিনেছিলেন মাস্ক৷ সেই সময়েই এলন মাস্ক জানিয়ে দিয়েছিলেন, সংস্থাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সময় পর্যন্ত তিনি এর সিইও-র দায়িত্ব পালন করবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: নাম লিন্ডা ইয়াকারিনো৷ বর্তমানে NBCUniversal-এর এক্সিকিউটিভ৷ গত রাত থেকে তাঁকে নিয়েই শুরু হয়েছে তোলপাড়৷ কারণ, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট জানাচ্ছে, ট্যুইটারের সিইও পদ থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন এলন মাস্ক৷ তিনি নাকি এই ভূমিকা পালনের জন্য নতুন মুখ খুঁজে পেয়েছেন, আর এই নতুন মুখের নামই নাকি লিন্ডা৷
advertisement

তবে ট্যুইটার থেকে এক্কেবারে সরে যাচ্ছেন না এই বিজনেস টাইকুন৷ শোনা গিয়েছে, তিনি নাকি এবার থেকে ট্যুইটারের চিফ টেকনোলজিস্টের ভূমিকা পালন করবেন৷

বৃহস্পতিবার একটি ট্যুইটে এলন মাস্ক জানান, সংস্থারনতুন সিইও আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দেবেন৷ তবে নিজের ট্যুইটে লিন্ডার নাম উল্লেখ করেননি তিনি৷ লিন্ডার তরফেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ NBCUniversal-এর তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে NBCUniversal-এরই একটি কাজে ব্যস্ত রয়েছেন৷

advertisement

গত বছর অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইট কিনেছিলেন মাস্ক৷ সেই সময়েই এলন মাস্ক জানিয়ে দিয়েছিলেন, সংস্থাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সময় পর্যন্ত তিনি এর সিইও-র দায়িত্ব পালন করবেন৷

advertisement

মাস্ক দায়িত্বে আসার পরে হাজার হাজার ছাঁটাই হয়েছে ট্যুইটারে৷ তারপরেও ট্যুইটারের সান ফ্রান্সিসকোর অফিসে বসে নাকি তিনি অভিযোগ করেছেন, তাঁকে বিপুল কাজ করতে হচ্ছে৷ অফিসে থাকাকালীন নাকি তিনি ঘুমোনও৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

গত ডিসেম্বরে এলন মাস্ক ট্যুইটার ফলোয়ারদের কাছে প্রশ্ন রাখেন যে, তাঁর ট্যুইটারের সিইও-র পদ থেকে সরে আসা উচিত কি না৷ ৫৭.৭ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছিলেন সেবার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Twitter | Elon Musk | CEO: ট্যুইটারের সিইও পদ থেকে সরছেন এলন মাস্ক? ট্যুইটে বড় ইঙ্গিত, নতুন জন কে? নেট দুনিয়ায় তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল