নিহত ডাককর্মীর ৬ বছরের শিশুকন্যা এখন তার আত্মীয় পরিজনদের কাছে রয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে চিনা সংস্থার তৈরি লিফ্ট সচলই ছিল। এমনকি, বিদ্যুত বিভ্রাটের কোনও খবরও পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ হিসেবে লিফ্টের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।
advertisement
গত সপ্তাহে এই একই ধরনের ঘটনার খবর এসেছে ইতালির পালেরমো এলাকা থেকেও। সেখানে বিদ্যুত বিভ্রাটের জেরে লিফ্টে আটকে পড়েন ৬১ বছর বয়সি ফ্রান্সেসকা মার্শিওন। দু’টি ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে পড়ে লিফ্টটি। পুরো বহুতল ডুবে যায় অন্ধকারে। পরে জরুরিকালীন প্রস্তুতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়৷ কিন্তু আলো ফিরে এলেও বাঁচানো যায়নি প্রৌঢ়াকে৷ তাঁকে নিথর অবস্থায় উদ্ধার করা হয় লিফ্ট থেকে৷ দেখা যায়, লিফ্টের দরজা খোলা থাকলেও তিনি বার হতে পারেননি৷
দু’টি ঘটনারই সরেজমিনে তদন্ত করা হচ্ছে৷ কারণ জানার চেষ্টা করা হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়৷