TRENDING:

Bangladesh Earthquake: শনিবার ছুটির সকালে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, রিখটার স্কেলে তীব্রতা ৫.৬

Last Updated:

Bangladesh Earthquake: বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্প হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকাঃ বাংলাদেশে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ৫.৬। আজ শনিবার সকাল ন’টা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে (বাংলাদেশের সময় ন’টা পঁয়ত্রিশ মিনিট) কম্পন অনুভূত হয়। বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের সব জেলা থেকেই কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।
advertisement

শনিবার ছুটির সকালে কম্পন অনুভূত হওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি হোক বা বহুতল, বাসিন্দারাও আতঙ্কে পরিবার নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও হিসাব পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ হুহু করে বাড়ায় হিমোগ্লোবিন, ক্যানসারের ঝুঁকি কমায়, ব্রকলির কার্যকারিতা জেনে রোজ খান

এ দিকে, ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাতেও। রাজ্যের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, দক্ষিণ ২৪ পরগণার বসিরহাট, হিঙ্গলগঞ্জ ও টাকিতে কম্পন অনুভূত হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভব করেছেন স্থানীয় বাসদিন্দারা। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। দক্ষিণ কলকাতার কিছু অংশেও অনুভব করা গয়েছে ভূমিকম্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

এ দিন সকালে ভূকম্পন অনুভূত হয়েছে লাদাখ ও তার সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ৩.৪। সকাল আট’টা পঁচিশ নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরায়।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Earthquake: শনিবার ছুটির সকালে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, রিখটার স্কেলে তীব্রতা ৫.৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল