শনিবার ছুটির সকালে কম্পন অনুভূত হওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি হোক বা বহুতল, বাসিন্দারাও আতঙ্কে পরিবার নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও হিসাব পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ হুহু করে বাড়ায় হিমোগ্লোবিন, ক্যানসারের ঝুঁকি কমায়, ব্রকলির কার্যকারিতা জেনে রোজ খান
এ দিকে, ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাতেও। রাজ্যের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, দক্ষিণ ২৪ পরগণার বসিরহাট, হিঙ্গলগঞ্জ ও টাকিতে কম্পন অনুভূত হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভব করেছেন স্থানীয় বাসদিন্দারা। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। দক্ষিণ কলকাতার কিছু অংশেও অনুভব করা গয়েছে ভূমিকম্প।
advertisement
এ দিন সকালে ভূকম্পন অনুভূত হয়েছে লাদাখ ও তার সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ৩.৪। সকাল আট’টা পঁচিশ নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরায়।