আরও পড়ুন: মৃতের সংখ্যা ছাড়াল ১৪০০! ধসে পড়া বাড়ির নীচে আটকে বহু মানুষ…ভয়াবহ অবস্থা আফগানিস্তানে
সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪১১। ৬.০ মাত্রার ভূমিকম্পে ৩,০০০ জনেরও বেশি আহত। জীবিতদের সন্ধানে মরিয়া অনুসন্ধান চলছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশে। এখনও ধসে পড়া বহু স্থাপনার নিচে আটকে আছে মানুষ। দুর্গম এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
advertisement
রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এরপর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।