TRENDING:

EAM Jaishankar: প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পরে শীর্ষ ইইউ কূটনীতিকের সঙ্গে কথা জয়শঙ্করের! কী বার্তা দিল আমেরিকা, ইউরোপ?

Last Updated:

EAM Jaishankar: ভারত-পাকিস্তানের এই ঘাত-প্রতিঘাতের আবহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী ড: এস.জয়শঙ্কর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। অপারেশন সিঁদুরের সফল অভিযানের পরেই বৃহস্পতিবার রাতে প্রত‍্যাঘাতের চেষ্টা পাকিস্তানের। ভারত-পাকিস্তানের এই ঘাত-প্রতিঘাতের আবহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী ড: এস.জয়শঙ্কর।
প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পরে শীর্ষ ইইউ কূটনীতিকের সঙ্গে কথা জয়শঙ্করের! কী বার্তা দিল আমেরিকা, ইউরোপ?
প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পরে শীর্ষ ইইউ কূটনীতিকের সঙ্গে কথা জয়শঙ্করের! কী বার্তা দিল আমেরিকা, ইউরোপ?
advertisement

বৃহস্পতিবার ড: জয়শঙ্কর সমাজমাধ‍্যমে পোস্ট করে জানান, ‘‘EU HRVP (ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট) কাজা কাল্লাসের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ভারত প্রতিটি পদক্ষেপই সতর্কভাবে ফেলবে। তবে যেকোনও ধরণের উত্তেজনামূলক প্রতিক্রিয়ার সঠিক জবাব দেওয়া হবে।’’

আরও পড়ুন: ‘ঢুকে মেরেছে ভারত’, ক্ষতবিক্ষত পাকিস্তানের বুকে দাঁড়িয়ে কে এই সাহসী যুবক! ভাইরাল ভিডিও দেখে চমকে উঠবেন

পহেলগাঁও কাণ্ড এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে আগেও জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কাল্লাস। আমেরিকার মতো ইউরোপও উভয় দেশকেই সংযত হওয়ার বার্তা দেয়।

advertisement

প্রসঙ্গত, বৃহস্পতবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত-পাকিস্তান সম্পর্কের অবিলম্বে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলেই পোস্ট করে জানান ভারতীয় বিদেশমন্ত্রী।

বাংলা খবর/ খবর/বিদেশ/
EAM Jaishankar: প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পরে শীর্ষ ইইউ কূটনীতিকের সঙ্গে কথা জয়শঙ্করের! কী বার্তা দিল আমেরিকা, ইউরোপ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল