আরও পড়ুন Optical Illusion: বুদ্ধির পরিচয় দিন, খুঁজে বার করুন লম্বা গাছের মাঝে শিয়ালের মুখ!
এরই মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে কন্ডোমের উপর ভরসা করছেন সাংবাদিক৷ ফ্লোরিডায় হ্যারিকেন ইয়ানের লাইভ রিপোর্টিং করতে গিয়ে মাইক বা বুমের ওপর তিনি চড়িয়ে দিলেন কন্ডোম! মূলত রিপোর্টিং-এর জন্য যে মাইক ব্যবহার হয় তাতে জল পড়লে বিপদ৷ খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ তাই বৃষ্টি বা ঝড়-জলের সময় ক্যামেরা এবং মাইকের উপর প্লাস্টিক জাতীয় বস্তু দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে৷ তবে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সংবাদ পরিবেশনার সময় সাংবাদিক কাইলা গালের কিছুতেই জলের থেকে বাঁচাতে পারছিলেন না মাইক৷ তখন তিনি মাইকের উপর পরিয়ে দেন কন্ডোম! NBC2 সাংবাদিকের এই কাণ্ড দেখে দর্শকরা হেসে লুটিয়ে পড়েন৷ আর সেই ভিডিও ভাইরালও হয়৷
advertisement
সাংবাদিকের উপস্থিত বুদ্ধিতে দামী মাইকের কোনও ক্ষতি হয়নি ঠিকই তবে তাঁর এই কর্মকাণ্ড নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ এবং সাংবাদিক নিজেও জানিয়ে দেন যে কন্ডোমের জন্য তাঁর ব্যবহৃত মাইকটি সুরক্ষিত৷ মাঠে-ময়দানে ঝড় জলে এভাবে তাঁকে সাহায্য করছে কন্ডোম৷ নিজেই সে কথা দর্শকদের জানিয়েছেন কাইলা গাল৷ অনেকে দেখে বুঝলেও ঠিক মানতে পারছিলেন না যে এভাবেও কন্ডোম ব্যবহার করা যায়! তাদের উদ্দ্যেশে একেবারে স্পষ্ট করে সাংবাদিক ব্যাখ্যা করেছেন তাঁর পরিস্থিতর কথা৷