TRENDING:

Durga Puja International 2023: লন্ডনের মাটিতে যেন এক টুকরো বাংলা! ২০ হাজার মানুষের ভিড়ে জমজমাট ‘আড্ডা’র দুর্গাপুজো!

Last Updated:

Durga Puja International 2023: বিদেশের মাটিতে মায়ের পুজো! হাজার হাজার মানুষের ভিড়! কে বলবে এটা ইউকে? এ যেন বাংলা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন:  নয় নয় করে পার হয়ে গেছে পাঁচটা বছর। আরে বহরে বেড়েছে অনেক কিছুই। প্রবাসে থাকা পাঁচ বন্ধুর ফুটবল খেলতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় ঢোকে বিদেশের মাটিতে পুজো করার ইচ্ছা। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হয় সংগঠন, নাম ‘আড্ডা’। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পাঁচ ইয়ারি সংগঠন আজ ইউ কে-র মাটিতে প্রথম গড়ে ওঠা বাংলা বরোয়ারি। শুরু হয় বিদেশের মাটিতে নানা সামাজিক কাজ। পাশাপাশি চালু হয় পুজো। এবার তাদের দুর্গাপুজো পাঁচ বছরে পড়ল।
advertisement

লন্ডনের পশ্চিম শহরতলির স্লাউ অঞ্চলে একমাত্র এই পুজোই প্যান্ডেলে করা হয় কলকাতার মতো। শুধু প্যান্ডেলই নয় বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে রয়েছে আড্ডা-র গেটও। বাংলার বিভিন্ন জেলার শিল্পীরা তৈরি করেছেন এবারের প্রতিমা থেকে মণ্ডপসজ্জা। দেবী এখানে সাবেকি রূপেই পূজিত। এবারে তাদের বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। সংগঠনের তরফে চন্দন দে বলেন, “বাঙালির তো শুধু পুজোর আনন্দ করলেই চলবে না! চায় পেট পুরে ভুড়িভোজ। সেদিক থেকে পিছিয়ে নেই আড্ডা-র দুর্গাপুজো।“

advertisement

আরও পড়ুন:  দুটি যোনি-পথ! মাসে দু’বার পিরিয়ডস! বিরল এই শারীরিক কারণেই এখন মাসে ৬ লাখ রোজগার যুবতীর!

কলকাতা আর বাংলার নানা পদে কব্জি ডুবিয়ে চলে চারদিন ধরে খাওয়াদাওয়া। লুচি থেকে সিঙাড়া, কাবাব থেকে বিরিয়ানি, মাছের নানা পদ বাদ নেই ইলিশ থেকে চিংড়ি। পিছিয়ে নেই চিকেন বা মাটন। আর সর্বোপরি বাংলার রসগোল্লা জমিয়ে দেয় প্রবাসীদের রসনা। সংগঠনের আর এক প্রতিনিধি ঐন্দ্রিলা উপাধ্যায় বলেন “পেট পুরে খাওয়ার পাশাপাশি রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার তাদের মঞ্চে গান গাইবেন অনুপম রায় সহ বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পী। কচিকাঁচাদের জন্যও রয়েছে নানা মজাদার আয়োজন।“ শুধু ইউ কে নয়, অন্য দেশ থেকেও প্রায় ২০ হাজার মানুষ ভিড় করেন এই পুজোয়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পোঁছে দিতে বদ্ধ পরিকর ‘আড্ডা’।

advertisement

পূর্ণেন্দু মণ্ডল

বাংলা খবর/ খবর/বিদেশ/
Durga Puja International 2023: লন্ডনের মাটিতে যেন এক টুকরো বাংলা! ২০ হাজার মানুষের ভিড়ে জমজমাট ‘আড্ডা’র দুর্গাপুজো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল