সনাতন বেঙ্গলি সোসাইটি একটি সামাজিক-সাংস্কৃতিক, এবং মানবিক অ-লাভজনক সংস্থা যা মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু বাংলাদেশি এবং ভারতীয় বাঙালি সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রা শুরু করেছিল ২০১০ সালে। উদ্যোক্তাদের কথায়, "আমাদের সংগঠন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হিন্দু সংস্কৃতিকে সংরক্ষণ করে, বাঙালি জেনারেশন নেক্সট এর মধ্যে দেশীয় মূল্যবোধ ও দেশপ্রেমবোধ সজাগ রাখতে সাহায্য করে চলেছে।"
advertisement
মূলত দক্ষিণ ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই সংগঠন এই বছর দ্বাদশতম দুর্গাপূজা উদযাপন করছে। ২৩, ২৪ সেপ্টেম্বর এই পুজো আয়োজন করা হয়েছে। Covid19-এর পর আবারও আনন্দ ও উৎসবের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পেরে উত্তেজনার পারদ অন্যান্য বছরের থেকে বেশ কয়েকগুণ বেশি। তাই পুজো ঘিরে আনন্দ ও উন্মাদনারও কোনও কমতি নেই। পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। আর এই সপ্তাহশেষেই পুজো বলে এখন তো আর সময় নেই হাতে। তাই জোরকদমে চলছে শেষ মুহূর্তের রূপটান।
আরও পড়ুন: 'আমার বাড়ি, তোমার বাড়ি, হিউস্টনে পুজো মানেই 'দুর্গা বাড়ি'! চলছে জোরদার প্রস্তুতি...
এই বছর সনাতন বেঙ্গলি সোসাইটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনাতে আসছেন কলকাতার সারেগামাপা জয়ী শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য (সা রে গা মা পা চ্যাম্পিয়ন-2019)। সঙ্গে থাকছে তাঁর ব্যান্ড।
আরও পড়ুন: সুদূরে প্রাণের পুজোয় প্রবাসীরা! কোভিড শেষে দুর্গাপুজো ঘিরে ফের উৎসবমুখর অ্যারিজোনা!
এই বছর না হলেও আগামী বছর সনাতন বেঙ্গলি সোসাইটি তাঁদের মাতৃ আরাধনায় বরণ করে নিতে চলেছে মা দুর্গার নতুন প্রতিমা। বর্তমান মা দুর্গা প্রতিমার বিসর্জন কীভাবে করা যায় তা নিয়েও চলছে ভাবনা চিন্তা। প্রবাসে দেশি পুজোর আমেজ, ভাতৃত্ববোধ ও বাংলার চিরায়ত সাংস্কৃতিক আর মূল্যবোধের মেলবন্ধন।