গত প্রায় তিন দশক যাবৎ দুর্গাপুজোর আয়োজন করা হলেও কোভিড অতিমারীর জেরে উৎসব আনন্দের রং খানিকটা ফিকে ছিল গত দু'বছর। ভারতীয় হিন্দু মন্দিরে ছোট করে অনুষ্ঠিত হয়েছিল পুজো। অত্যন্ত সতর্কতার সঙ্গে যাবতীয় কোভিড-বিধি মেনে হয়েছিল নিয়ম পালন। তবে এই বছরে ফের স্বমহিমায় ফিরেছে সেন্ট্রাল ওহাইহো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এবার পুজোর আয়োজন করা হয়েছিল নর্থল্যান্ড হাইস্কুল ভাড়া করে।
advertisement
আড়াই দিনের সপ্তাহশেষের এই পুজোয় এই বছর অন্যতম আকর্ষণ ছিল শিল্পী ইমন চক্রবর্তীর গানের অনুষ্ঠান। অক্টবরের ৭, ৮ ও ৯, এই তিনদিন ছিল দুর্গাপুজোর অনুষ্ঠান। একদিকে যেমন নিষ্ঠাভরে চলেছে পুজোর আয়োজন, অঞ্জলি, ভোগ খাওয়া আর প্রতিমা দর্শন, অন্যদিকে প্রতিদিনই ছিল নানা ধরণের সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা।
আশেপাশের এলাকা থেকেও বাঙালিরা এসে যোগ দিয়েছিলেন এই দুর্গোৎসবে। ঢাকের বোল, মন্ত্রোচ্চারণ, আর বাংলা, নাচ, গান, নাটক, আড্ডায় এই দু'দিন যেন কলকাতার মেজাজেই ছিলেন ওহাইহোর বাঙালিরা। প্রথমদিনের অনুষ্ঠানে আলাদা আকর্ষণ ছিলেন কলকাতা থেকে আসা সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। গানের সুরে কোমর দোলালেন আট থেকে আশি, প্রায় সকলেই। পুজোয় প্রায় সাড়ে পাঁচশো দর্শনার্থীর ভিড় হয়েছিল প্রথমদিনেই।