TRENDING:

Durga Puja 2021: আমেরিকায় বাড়ি বসেই পান পুজোর মিষ্টি-প্রসাদ! বাঙালিদের জন্য অভিনব পুজোর আয়োজন

Last Updated:

এই বিশেষ ব্যবস্থা করেছে গার্ডেন স্টেট পুজো কমিটি( USA, Durga Puja 2021)৷ এবার ৪০ বছরে পা দিল নিউ জার্সির এই দুর্গা পুজো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ জার্সি: ঘরে বসেই নিন দুর্গাপুজোর আনন্দ, সঙ্গে পেয়ে যান পুজোর ফুল-প্রসাদ-মিষ্টি৷ অভিনব ভাবনা গার্ডেন স্টেট পুজো কমিটির (Garden State Pujo Committee)৷ ৪০ বছরে পা দিল মার্কিন মুলুকের এই পুজো (Durga Puja USA)৷ আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হওয়া দুর্গা পুজোগুলির মধ্যে এই পুজো বেশ পুরনো৷ ফলে ধারে-ভারে এবং বয়সের জোরে বেশ এগিয়ে৷
advertisement

আরও পড়ুন Durga Puja 2021: ছাতিমের গন্ধ, আর ঝালমুড়ি! পুজোর আমেজে ক্যালিফোর্নিয়া প্রবাসীর নস্ট্যালজিয়া ট্রিপ...

জার্সি সিটির (New Jersy) এই পুজো মূলত ইউকেন্ড পুজো৷ দু’দিনের এই পুজোয় ৮০০ থেকে ১হাজার মানুষের জনসমাগমে এক চিলতে কলকাতার দর্শন মেলে! আবেগে ভাসেন পুজোয়ে উপস্থিত বাঙালিরা৷ তবে গত বছর থেকে করোনার দৌলতে আনন্দে ভাটা পড়েছে৷ এবছরও পুজোয় রয়েছে নানা বিধিনিষেধ৷ খুব ছোট করে পুজোর ব্যবস্থা করছেন উদ্যোগতারা৷ সাধারণত কোনও বড় জায়গায় পুজোর আয়োজন করা হয়, শহরের মাঝে৷ এবার কিছুটা দূরে হচ্ছে পুজো৷ আকারে অনেক ছোট৷ সাধারণ মানুষেরও প্রবশ নৈবনৈবচ৷ করোনার প্রকোপের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুজো কমিটি৷ তাই এবারও ডিজিটাল পুজোর(Digital Puja) উপর জোর দেওয়া হচ্ছে৷ তার সঙ্গেই রয়েছে বিশেষ ভাবনা চিন্তা৷ আমেরিকায় বসবাসকারী প্রত্যেক বাঙালির কাছে পৌঁছে যাওয়ার বার্তা দিচ্ছে গার্ডেন স্টেট পুজো কমিটির সদস্যরা৷

advertisement

যেহেতু ডিজিটাল মাধ্যমে পুজো দেখানোর পরিকল্পনা করা হয়েছে, তাই আমেরিকার(USA Durga Puja) যে কোনও প্রান্তে বসেই এই দুর্গাপুজোর মজা নিতে পারবেন বাঙালিরা৷ মত উদ্যোগতাদরে৷ এরই সঙ্গে থাকছে অনলাইন অঞ্জলির সুবিধা৷

এখনও পর্যন্ত ১২ বছরের কমবয়সিদের টিকাকরণ হয়নি৷ অনেকের জটিল শারীরিক সমস্যা রয়েছে এবং সর্বোপরি বয়স্কদের ঘরবন্দি থাকাই শ্রেয়৷ এই পরিস্থিতিতে বাড়ি বসেই দুর্গাপুজো দেখা, অঞ্জলি দেওয়া তাদের জন্য সুবিধাজনক৷ সেই ভাবনা থেকেই জার্সি সিটির অভিনব পদক্ষেপ৷ আর যারা অঞ্জলি দেবেন তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে প্যাকেটে করে পুজোর প্রসাদ, সঙ্গে পুজোর ফুল৷ কলকাতায় পাড়ার পুজোয় যেমন ব্যবস্থা থাকে, ঠিক তেমনই বাড়ির সেই সব পুজোর নস্টালজিয়াও উস্কে দেবে জার্সি সিটির আয়োজন৷ তবে এর জন্য অপেক্ষা করতে হবে দু’ তিনদিন৷ কারণ সেই বাক্স ভর্তি মায়ের আর্শীবাদ তো যাবে পোস্টে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একসঙ্গে থাকছে অনলাইন বিনোদনের ব্যবস্থা৷ সন্ধেবেলা দেবজ্যোতি মিশ্রের ক্রিয়েশনে দেখা যাবে মিউজিক্যাল কনসার্ট আলোকময়ী৷ সামান্য মূল্যেই সব আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Durga Puja 2021: আমেরিকায় বাড়ি বসেই পান পুজোর মিষ্টি-প্রসাদ! বাঙালিদের জন্য অভিনব পুজোর আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল