তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার আমরা অর্থনৈতিক মন্দায় ঢুকে গিয়েছি৷ ’একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন আইএমএফ প্রধান ৷
সারা পৃথিবীতেই হঠাৎ করে অর্থনীতি থমকে গেছে৷ তিনি জানিয়েছেন, ‘সারা পৃথিবীর অর্থনৈতিক চাহিদা পৌঁছবে ২.৫ ট্রিলিয়ন ডলার ৷ ’
তিনি সতর্ক করে বলেছেন, ‘এটা নিঃসন্দেহে একদম তলানির দিকে৷ ’আইএমএফের থেকে ৮০ টি দেশ আপৎকালীন অর্থ সাহায্য চেয়েছে ৷
advertisement
সাম্প্রতিক সপ্তাহে সারা পৃথিবীতে ৮৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ৷ এটা খুব বেশি ঠিক করা সম্ভব নয় ৷ কারণ প্রতিটা দেশের আভ্যন্তরীন সম্পদ যথেষ্ট নয়৷ ’ এই দেশগুলির আবার অনেকেই ঋণের ভারে জর্জরিত ৷ ৮০ টি দেশ যাদের বেশিরভাগই নিম্ন আয়ের ৷ করোনা ভাইরাস অতিমারি সারা পৃথিবীর সমস্ত দেশে মারাত্মক প্রভাব ফেলেছে ৷
আইএমএফ প্রধানের বৈঠক ছিল ওয়াশিংটনের এক অর্থনৈতিক কমিটির সঙ্গে ৷ নিজের বৈঠকে তিনি সরকারিভাবে অনুরোধ করেন আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ৫০ বিলিয়ন ডলার যোগান দিতে হবে ৷
তিনি স্বাগত জানিয়েছেন ২.২ ট্রিলিয়ন অর্থনৈতিক প্যাকেজ মার্কিন সেনেট অনুমোদন করে দিয়েছে ৷ সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার জন্য পৃথিবীর সব বড় দেশগুলিকে এগিয়ে আসতে হবে ৷
