TRENDING:

চিড়িয়াখানায় খাঁচার জাল টপকে জিরাফের পিঠে উঠে পড়লেন মত্ত যুবক, দেখুন ভিডিও--

Last Updated:

সোজা এনক্লোজারের বাইরের রেলিং টকপে চলে গেলেন রেলিংয়ের কাছে! তারপরই, জিরাফের গলা ধরে, বেয়ে উঠে পড়লেন জিরাফের পিঠে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাজাকিস্তান: ঝলমলে রোদের মিষ্টি সকাল! বেশ ভাল মুডেই ছিল কাজাকিস্তানের শিমকেন্ট চিড়িয়াখানার পোষ্য জিরাফ! এক্কেবারে রেলিংয়ের কাছে এসে, ইয়া লম্বা গলা বারিয়ে দিব্য পর্যটকদের সঙ্গে 'আলাপচারিতা' করছিল! পর্যটকরাও বেজাও খুশি! আচমকাই ছন্দপতন! ঘটল বিপত্তি!
advertisement

জিরাফের এনক্লোজারের সামনে হাজির মদ্যপ এক ব্যক্তি! তাঁর শখ হল জিরাপের কাঁধে চড়বেন! ভেমন ভাবা তেমনি কাজ! সোজা এনক্লোজারের বাইরের রেলিং টকপে চলে গেলেন রেলিংয়ের কাছে! তারপরই, জিরাফের গলা ধরে, বেয়ে উঠে পড়লেন জিরাফের পিঠে। এহেন দৃশ্য দেখে সেখানে উপস্থিত বাকি পর্যটকদের চোখ কপালে...! মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কাণ্ডের ভিডিও !

advertisement

দেখুন সেই আজব ঘটনার ভিডিও--

প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত মদ্যপান করেছিলেন ওই ব্যক্তি। হঠাৎই জিরাফ দেখে বেশ উৎসাহিত হয়ে পড়েন । তারপরেই রেলিং টপকে চলে যান জালের ঘেরাটোপে। জিরাফের গলায় হাত বুলিয়ে দেন। এর পরই জিরাফের গলা জাপটে ধরে, স্লিপ খেয়ে নেমে আসেন পিঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার আকষ্মিকতায় প্রথম দিকে জিরাফটি 'কিংকর্তব্যবিমূঢ়' হয়ে পড়ে! মুখ ঘুরিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ব্যক্তিকে পিঠে নিয়ে দাঁড়িয়েও থাকে! কিন্তু সম্বিত ফিরতেই এক ঝাঁকুনি। সোজা পিঠ থেকে মাটিতে ধরাশায়ী ব্যক্তি! চিড়িয়াখান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
চিড়িয়াখানায় খাঁচার জাল টপকে জিরাফের পিঠে উঠে পড়লেন মত্ত যুবক, দেখুন ভিডিও--