আরও পড়ুন- ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা! প্ল্যাটফর্মে শুয়ে ছটফট করতে করতে মৃত্যু বৃদ্ধের
পুলিশ সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের বাসিন্দা সেই যুবকের নাম নীল ম্যাকার্থি। অশ্লীল আচরণের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শিকাগো থেকে ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ারের দিকে উড়ছিল সেই বিমান। বদলে অভিযুক্ত যুবকের কীর্তিতে বিমানটিকে নিউইয়র্কের বাফেলোতে জরুরি অবতরণ করাতে হয়। বিমানের কর্মী ও যাত্রীদের কাছ থেকে বিবরণ শুনে পুলিশ সেই যুবককে নামিয়ে নিয়ে যায়।
advertisement
এর পর আবার গন্তব্যে উড়ে যায় বিমান। যাত্রীদের উদ্দেশে বিবৃতি দেয় এয়ারলাইন্স। সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় কর্তৃপক্ষের তরফে। নীলের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস কোড ৪৯ -এর অধীনে ৪৬৫০৬ ধারায় গোপনাঙ্গ উন্মুক্ত করার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাঁর সর্বোচ্চ ছ’মাসের জেল এবং ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ১৭ হাজারেরও বেশি টাকা জরিমানা হতে পারে।