TRENDING:

Drunk flyer urinates in plane: মদ্যপান করে বিমানের মধ্যেই প্রস্রাব! জরুরি অবতরণ, কী পরিণতি হল যুবকের?

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের বাসিন্দা সেই যুবকের নাম নীল ম্যাকার্থি। অশ্লীল আচরণের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শিকাগো থেকে ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ারের দিকে উড়ছিল সেই বিমান। বদলে অভিযুক্ত যুবকের কীর্তিতে বিমানটিকে নিউইয়র্কের বাফেলোতে জরুরি অবতরণ করাতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: তখন মধ্য গগনে। শিকাগো থেকে রওনা দিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের ঈগল ফ্লাইট ৩৯২১। সিটে বসে একের পর এক ককটেল খেয়ে চলেছিলেন বছর পঁচিশের এক যুবক। তার পরই হঠাৎ সেই কাণ্ড! বেহুঁশ হয়ে মদ্যপ অবস্থায় বিমানের মধ্যেই প্যান্ট নামিয়ে প্রস্রাব করেন তিনি। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক সহযাত্রী। ছবিটি পুলিশের কাছে পৌঁছলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। বিমানটিকে এমারজেন্সি ল্যান্ড করানো হয়। তার পর, পুলিশ এসে সেই যুবককে গ্রেফতার করে নামিয়ে নিয়ে যায়।
মদ্যপান করে বিমানের মধ্যেই প্রস্রাব!
মদ্যপান করে বিমানের মধ্যেই প্রস্রাব!
advertisement

আরও পড়ুন- ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা! প্ল্যাটফর্মে শুয়ে ছটফট করতে করতে মৃত্যু বৃদ্ধের

পুলিশ সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের বাসিন্দা সেই যুবকের নাম নীল ম্যাকার্থি। অশ্লীল আচরণের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শিকাগো থেকে ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ারের দিকে উড়ছিল সেই বিমান। বদলে অভিযুক্ত যুবকের কীর্তিতে বিমানটিকে নিউইয়র্কের বাফেলোতে জরুরি অবতরণ করাতে হয়। বিমানের কর্মী ও যাত্রীদের কাছ থেকে বিবরণ শুনে পুলিশ সেই যুবককে নামিয়ে নিয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পর আবার গন্তব্যে উড়ে যায় বিমান। যাত্রীদের উদ্দেশে বিবৃতি দেয় এয়ারলাইন্স। সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় কর্তৃপক্ষের তরফে। নীলের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস কোড ৪৯ -এর অধীনে ৪৬৫০৬ ধারায় গোপনাঙ্গ উন্মুক্ত করার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাঁর সর্বোচ্চ ছ’মাসের জেল এবং ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ১৭ হাজারেরও বেশি টাকা জরিমানা হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Drunk flyer urinates in plane: মদ্যপান করে বিমানের মধ্যেই প্রস্রাব! জরুরি অবতরণ, কী পরিণতি হল যুবকের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল