ঘটনাটি অবশ্য কয়েক মাস আগে ঘটলেও, তা এতদিন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েনি ৷ সম্প্রতি উইন্ডসরের স্থানীয় কাউন্সিলর ক্যারেন ডেভিস বিমান কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরই বিষয়টিকে নিয়ে চর্চা হয় ৷ আসলে, বিমান থেকেই কোনও কারণে লিক হয়ে মনুষ্য বর্জ্য এসে পড়েছিল ব্যক্তির বাড়ির বাগানে, পড়েছিল তার গায়েও ৷ এই ঘটনার কথা শুনে প্রত্যেকেই হয়তো ভাবছেন, এমন ঘটনা যেন তাদের সঙ্গে না ঘটে ৷ স্থানীয় কাউন্সিলর ডেভিসের কথায়, ওই ব্যক্তি বাগানে ঘোরাঘুরি করছিলেন। তখনই এই ঘটনা ঘটেছে। এটা সত্যিই খুব খারাপ অভিজ্ঞতা।
advertisement
আরও পড়ুন- বিয়ের দিন ডান্স করতে গিয়ে বউকে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন বর ! দেখুন ভাইরাল ভিডিও
বিমানে সমস্ত ধরনের বর্জ্য সাধারণত একটি বিশেষ ট্যাঙ্কের মধ্যে শক্ত অবস্থায় রেখে দেওয়া হয়। ল্যান্ড করার পর সেগুলি সরিয়ে নেওয়া হয় ৷ এমন ঘটনা আগে খুব কম সময়েই ঘটলেও বর্জ্য উষ্ণ আবহাওয়ায় গলে গিয়ে লিক হয়ে নিচে পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
এর আগে শক্ত বা বরফশীতল বর্জ্য প্লেন থেকে মাটিতে এসে পড়ার ঘটনা ঘটলেও এমন তরল মনুষ্য বর্জ্য আকাশ থেকে পড়ছে, এমন ঘটনা সত্যি বিরল ৷ বাগানে ঘোরার সময় এমন সাংঘাতিক অভিজ্ঞতা হলে তা সত্যি ভয়ঙ্কর ৷ ওই ব্যক্তির মনের অবস্থা কেমন হতে পারে, তা তিনি বুঝতে পারছেন বলেই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ক্যারেন ডেভিস ৷
কোন বিমানসংস্থার বিমান থেকে এমন ঘটনা ঘটেছে, তা প্রকাশ্যে না আনা হলেও জানানো হয়েছে, প্রথমে এমন ধরণের ঘটনা তাদের প্লেন থেকে ঘটতে পারে, তা বিমানসংস্থার পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি ৷ পরে বিমানের ট্র্যাকিং অ্যাপ্লিকেশন থেকেই সময় মিলিয়ে দেখে নেওয়া হয় ঘটনার সময় কোন বিমান তখন ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল ৷ শেষপর্যন্ত বিমানসংস্থা মানতে বাধ্য হয়, যে এই ঘটনা তাদের বিমান থেকেই ঘটেছে ৷