'ইয়েমেড্রিক হেনড্রিকা' নামের ডাচ মালবাহী জাহাজটি নরওয়ে সাগরে ভেসে যাচ্ছিল। জাহাজে অন্যান্য সামগ্রীর সঙ্গে ছিল বেশ কয়েকটি নৌকা। কিন্তু যাওয়ার পথে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে জাহাজের ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। জাহাজে বেশ কয়েকজন নাবিক ছিলেন। সকলেই তখন বুঝতে পারছেন জাহাজটি এবার ডুবে যাবে। ভয়ে, আতঙ্কে তাঁরা গুটিয়ে যান। যোগাযোগ করা হয় নরওয়ে উদ্ধারকারী কতৃপক্ষের সঙ্গে। এর পর একটি হেলিকপ্টার তাঁদের উদ্ধার করতে আসে।
advertisement
মোট ১২জন কর্মী ছিলেন। জাহাজ ডোবার আগে ৮ জনকে উদ্ধার করা হয়। বাকি চারজন জলে ঝাঁপ দেন। পরে তাঁদেরকেও উদ্ধার করা হয়। চোখের সামনে জাহাজটি ডুবে যায়। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2021 7:51 PM IST