TRENDING:

Mount Everest: দুই পা হারিয়েছেন যুদ্ধক্ষেত্রে, কৃত্রিম অঙ্গ নিয়েই মাউন্ট এভারেস্ট জয় অভিযাত্রী হরির

Last Updated:

Mount Everest: আফগানিস্তানে আইইডি বিস্ফোরণে দু’টি পা হারানোর ঠিক ১৩ বছর পরে স্বপ্নপূরণের পথে পা রাখেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমান্ডু : দুটো পা নেই। পরিবর্তে আছে কৃত্রিম পা। কিন্তু মনের জোর তো আছে। সেই অদম্য মনোবল নিয়েই মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে পা রাখলেন গোর্খা সৈন্য হরি বুধামাগর। ক্যান্টারবেরির কেন্ট অঞ্চলের বাসিন্দা হরি ব্রিটিশ গোর্খা বাহিনীর প্রাক্তন সেনা। ২০১০ সালে আফগানিস্তান যুদ্ধে হারিয়েছেন তাঁর দু’টি পা। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হল শুক্রবার দুপুরে। সেদিন দুপুর ৩ টের সময় বিশ্বের শীর্ষবিন্দু স্পর্শ করেন তিনি। তার আগে ১৭ এপ্রিল এভারেস্ট অভিযান শুরু করেছিলেন তিনি। আফগানিস্তানে আইইডি বিস্ফোরণে দু’টি পা হারানোর ঠিক ১৩ বছর পরে স্বপ্নপূরণের পথে পা রাখেন তিনি।
advertisement

প্রতিকূল আবহাওয়ার জন্য এভারেস্ট বেসক্যাম্পে ১৮ দিন অপেক্ষা করতে হয় হরি এবং তাঁর সঙ্গীদের। তার পরও বন্ধুর আবহাওয়ার মুখোমুখি হতে হয় তাঁকে। তাঁদের সামনে দিয়েই নামিয়ে আনা হয় দু’টি নিথর দেহ। তার পরও নিরাশ হননি হরি। বরং নতুন করে সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়েছেন অভীষ্ট লক্ষ্যের দিকে।

advertisement

১৯ বছর বয়স পর্যন্ত হরি কাটিয়েছেন নেপালের এক পাহাড়ি গ্রামে। সেখানে শারীরিক প্রতিবন্ধকতাকে বলা হত গত জন্মের পাপের ফল। শৈশবে খালি পায়ে স্কুলে যাওয়ার পথেই মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন দেখতেন হরি।

শৈশবের স্বপ্ন নতুন করে ফিরে এল ২০১৮ সালে। তত দিনে তিনি আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে হারিয়েছেন পা। একইসঙ্গে শারীরিক ও মানসিক আঘাতের পর তাঁকে গ্রাস করেছিল চূড়ান্ত অবসাদ। সুরার নেশার শিকার হয়ে পড়েছিলেন তিনি।

advertisement

বলা যায়, মাউন্ট এভারেস্টের প্রতি আকর্ষণই তাঁকে অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করে। কিন্তু এভারেস্টের পথে প্রাকৃতিক বাধা ছাড়াও ছিল আইনি জটিলতা। ২০১৭ সালে চালু হওয়া ওই আইনে বলা হয়, দৃষ্টিশক্তিহীন এবং দু’টি পা নেই এমন কেউ বা একা কোনও অভিযাত্রী পর্বতারোহণ করতে পারবেন না। সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান হরি ও অন্যান্যরা। ২০১৮ সালে আইনটি বাতিল বলে ঘোষিত হয়। এর পর নতুন উদ্যমে অভিযানে শামিল হন হরি। অবশেষে বিশ্বের উচ্চতম বিন্দুজয় এই অভিযাত্রীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ বার তিনি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। আর এক বার ফিরতে চান আফগানিস্তানের সেই অতীতের রণভূমিতে। গিয়ে ধন্যবাদ জানাতে চান। কারণ তাঁর বিশ্বাস পা দু’টো না হারালে তিনি মাউন্ট এভারেস্ট জয় করতে পারতেন না। তাই বিশ্বাস করেন, ‘যা হয়েছে, ভালর জন্যই হয়েছে।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mount Everest: দুই পা হারিয়েছেন যুদ্ধক্ষেত্রে, কৃত্রিম অঙ্গ নিয়েই মাউন্ট এভারেস্ট জয় অভিযাত্রী হরির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল