TRENDING:

Donald Trump on Immigration: ‘তৃতীয় বিশ্ব থেকে আর কাউকে ঢুকতে দেব না’, অভিবাসন নীতি নিয়ে কড়া ঘোষণা ট্রাম্পের, আমেরিকা জুড়ে ধরপাকড়

Last Updated:

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যাঁরা যাঁরা আমেরিকার কাছে সম্পদ নন, যাঁরা আমাদের দেশকে ভালবাসাতে পারেনা, তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হবে৷...যাঁরা এই দেশের নাগরিক নন, তাঁরা এদেশের সরকারের কোনও পরিষেবা আর পাবে না’৷ ট্রাম্পের কথায়, ‘একমাত্র রিভার্স মাইগ্রেশনই (বিপরীত অভিবাসন) এই পরিস্থিতি ঠিক করতে পারে’৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: আমেরিকা জুড়ে এখন গ্রিন কার্ড হোল্ডারদের ইন্টারভিউ চলাকালীন চলছে চলছে ধরপাকড়৷ এমনকি, পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে মার্কিনি নাগরিকদের স্বামী কিংবা স্ত্রীকেও৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন৷ তারপরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তৃতীয় বিশ্ব থেকে আমেরিকায় যে কোনও মানুষের ঢোকার পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
News18
News18
advertisement

শুক্রবার তিনি জানান, তাঁর প্রশাসন ‘তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীরূপে বন্ধ করে দেওয়ার কাজ করছে’ যাতে আমেরিকার সার্বিক অবস্থা ‘পুনরুদ্ধার’ করা সম্ভব হয়৷

একটি দীর্ঘ পোস্টের ওই বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ‘আমরা প্রযুক্তিগত ভাবে এগিয়েছি, কিন্তু, অভিবাসন নীতি ক্রমাগত অবক্ষয় হয়ে চলেছে, মানুষের জীবনচর্যার মান কমেছে’৷

আরও পড়ুন : হয়েছে জগন্নাথ মন্দির, তৈরি হয়েছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত QRT! দিঘা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

advertisement

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যাঁরা যাঁরা আমেরিকার কাছে সম্পদ নন, যাঁরা আমাদের দেশকে ভালবাসাতে পারেনা, তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হবে৷…যাঁরা এই দেশের নাগরিক নন, তাঁরা এদেশের সরকারের কোনও পরিষেবা আর পাবে না’৷ ট্রাম্পের কথায়, ‘একমাত্র রিভার্স মাইগ্রেশনই (বিপরীত অভিবাসন) এই পরিস্থিতি ঠিক করতে পারে’৷

এই পোস্টের আগে আফগানিস্তান থেকে আমেরিকায় আসা ভিড়ে ঠাসা একটি বিমানের ছবি পোস্ট করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘আফগানিস্তান থেকে এয়ারলিফট করে আমাদের দেশে আসার একটা টুকরো ছবি মাত্র৷ শয়ে শয়ে হাজার হাজার মানুষকে কোনও রকম দেখাশোনা না করেই আমাদের দেশে ঢোকানো হয়েছে৷ আমরা এটা ঠিক করে দেব৷ কিন্তু, কখনও ভুলব না জো বাইডেন এবং ওর লোকজনেরা আমাদের দেশের সঙ্গে করেছে’৷

advertisement

আরও পড়ুন : অরুণাচল নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন, তারপর তুমুল ট্রোলিং! তারপর একতার বার্তা মহিলার

যে ১৯টি দেশের ক্ষেত্রে এই সংক্রান্ত নিয়মকানুন কড়া করা হচ্ছে, সেগুলি হল আফগানিস্তান, বার্মা (মায়ানমার), চাদ, কঙ্গো, ইকোয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিয়োন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজ়ুয়েলা। গত জুন মাসে ট্রাম্প বেশ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই তালিকাতেও এই ১৯টি দেশের নাম ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সব বাঁধা অতিক্রম করে এগিয়ে চলেছেন দীপঙ্কর, স্বপ্ন ভারতীয় ক্রিকেট দলে খেলা
আরও দেখুন

বুধবার হোয়াইট হাউসের সামনে গুলি চলে। আহত হন আমেরিকার ন্যাশনাল গার্ডের দুই রক্ষী। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। অপর রক্ষীর অবস্থাও সঙ্কটজনক। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump on Immigration: ‘তৃতীয় বিশ্ব থেকে আর কাউকে ঢুকতে দেব না’, অভিবাসন নীতি নিয়ে কড়া ঘোষণা ট্রাম্পের, আমেরিকা জুড়ে ধরপাকড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল