TRENDING:

Donald Trump Tariff: ২০০% কর! হার্লে-ডেভিডসন নাকি ব্যবসাই করতে পারেনি...ভারতের ‘এক পেশে’ সম্পর্ক নিয়ে ফের ট্রাম্পের ট্যারিফ তোপ

Last Updated:

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘বহু বছর ধরেই ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে এসেছি৷ কিন্তু, এটা একতরফা সম্পর্ক ছিল৷ ভারত আমাদের উপরে বিপুল কর চাপাত৷ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘একপেশে’ বলে উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প৷ শুধু তাই নয়, ট্রাম্পের দাবি, এমনটা বছরের পর বছর ধরেই চলে আসছে৷ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন সংবাদমাধ্যমের সামনে চ্রাম্প দবি করেন, ভারত বরাবর মার্কিনি পণ্যের উপরে ভারী করের বোঝা চাপিয়ে এসেছে৷ ভারতে পারতপক্ষে আমেরিকার কোম্পানিরা ব্যবসাই করতে পারে না৷ এদিকে, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের রমরমা কারবার৷
News18
News18
advertisement

ট্রাম্পের আরও দাবি, ভারতের শুল্কনীতির জন্য আমেরিকার মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসনকে প্রচুর কর দিতে হয়েছে৷ একটি মোটর বাইকের উপরে নাকি ২০০ শতাংশ কর চাপাত ভারত৷ তাই ওই সংস্থা ব্যবসাই করতে পারত না এখানে৷ যার জেরে এক সময় ভারতেই ম্যান্যুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে বাধ্য হয় ওই সংস্থা৷

আরও পড়ুন: তিয়ানআনমেনে তিন মূর্তি! জিনপিং-পুতিন-কিম…মিলিটারি প্যারেডে কড়া ভূ-রাজনৈতিক বার্তা, ট্রাম্পের পশ্চিমকে

advertisement

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘বহু বছর ধরেই ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে এসেছি৷ কিন্তু, এটা একতরফা সম্পর্ক ছিল৷ ভারত আমাদের উপরে বিপুল কর চাপাত৷ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি৷’’

আরও পড়ুন: রাত ১১টায় ২টো মেট্রো চালাতে..১ দিনে খরচ হচ্ছিল ২ লাখ ৭০ হাজার! তাই পদক্ষেপ করতেই হল মেট্রোকে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

ট্রাম্পের দাবি, আমেরিকা ভারতে তেমন কোনও ব্যবসা করে না৷ ভারতই আমেরিকায় ব্যবসা করত, কারণ, আগের মার্কিন প্রশাসন বোকার মতো তাদের পণ্যের উপরে কোনও কর চাপায়নি৷ এর আগে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়াতেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে একপেশে বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump Tariff: ২০০% কর! হার্লে-ডেভিডসন নাকি ব্যবসাই করতে পারেনি...ভারতের ‘এক পেশে’ সম্পর্ক নিয়ে ফের ট্রাম্পের ট্যারিফ তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল