ট্রাম্পের আরও দাবি, ভারতের শুল্কনীতির জন্য আমেরিকার মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসনকে প্রচুর কর দিতে হয়েছে৷ একটি মোটর বাইকের উপরে নাকি ২০০ শতাংশ কর চাপাত ভারত৷ তাই ওই সংস্থা ব্যবসাই করতে পারত না এখানে৷ যার জেরে এক সময় ভারতেই ম্যান্যুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে বাধ্য হয় ওই সংস্থা৷
advertisement
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘বহু বছর ধরেই ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে এসেছি৷ কিন্তু, এটা একতরফা সম্পর্ক ছিল৷ ভারত আমাদের উপরে বিপুল কর চাপাত৷ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি৷’’
ট্রাম্পের দাবি, আমেরিকা ভারতে তেমন কোনও ব্যবসা করে না৷ ভারতই আমেরিকায় ব্যবসা করত, কারণ, আগের মার্কিন প্রশাসন বোকার মতো তাদের পণ্যের উপরে কোনও কর চাপায়নি৷ এর আগে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়াতেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে একপেশে বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প৷