TRENDING:

নিরপেক্ষ বিচার হলে ওবামা নয়, আমি অনেক কিছুর জন্যেই নোবেল পেতাম: ডোনাল্ড ট্রাম্প

Last Updated:

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন এমন মন্তব্যই করেন আমেরিকান প্রেসিডেন্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: কথায় কথায় ফের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় উঠে এল রাষ্ট্রসঙ্ঘের প্রতি ক্ষোভ ৷ ট্রাম্পের অভিযোগ, ‘নিরপেক্ষ বিচার হলে এতদিনে আমি অনেক কিছুর জন্যেই নোবেল পেতাম ৷ কিন্তু দুঃখের কথা তা হয় না ৷’  সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন এমন মন্তব্যই করেন আমেরিকান প্রেসিডেন্ট ৷
advertisement

২০০৯ সালে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ৷ রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে শক্তিশালী প্রভাব ফেলার জন্য এবং মানুষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ৷ সেই নিয়েও উষ্মা শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের মুখে ৷ ‘প্রেসিডেন্ট পদে বসার সঙ্গে সঙ্গেই শান্তি পুরস্কার, আসলে কিসের জন্য নোবেল পেয়েছিল ওবামা সেটা সে নিজেই জানে না ৷ তবে আসল কথা কী জানেন, এই প্রথম কোনও বিষয়ে ওবামার সঙ্গে আমি একমত’, অভিযোগ ট্রাম্পের ৷

advertisement

কখনও নরেন্দ্র মোদি, কখনও ইমরান খান ৷ এশিয়ার সবচেয়ে চর্চিত দুই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পরপর কয়েক ঘণ্টার ব্যবধানে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ রবিবার হিউস্টনে ‘হাউডি মোদি’-তে মোদির সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ইমরান খানের মুখোমুখি হন ট্রাম্প ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
নিরপেক্ষ বিচার হলে ওবামা নয়, আমি অনেক কিছুর জন্যেই নোবেল পেতাম: ডোনাল্ড ট্রাম্প