TRENDING:

Trump-Zelenskyy: হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির তীব্র বাগ্‌যুদ্ধ ! যুদ্ধ থামাতে ‘আপোস’ করতে হবে, জেলেনস্কিকে শর্ত ট্রাম্পের

Last Updated:

Trump Rebukes Ukraine's Zelenskyy In Heated White House Talks: জেলেনস্কিকে এদিন কড়া কথা শোনান ট্রাম্প। বলেন, ‘‘আপনার দেশের মানুষ খুবই সাহসী। তবে বর্তমান পরিস্থিতিতে আপনাকে হয় রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে না হলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সেই বৈঠকেই হল তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই আবহে শেষপর্যন্ত দুই দেশের রাষ্ট্রপ্রধানের যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল হয়ে যায়। বৈঠক থেকে কোনও রফাসূত্রও বের হয়নি। বাতিল হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠকও। এর পরেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জেলেনেস্কি। ‘আপোস’-এ কখনই রাজি নন জেলেনেস্কি ৷
হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির তীব্র বাগ্‌যুদ্ধ ! (Photo: X)
হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির তীব্র বাগ্‌যুদ্ধ ! (Photo: X)
advertisement

ট্রাম্প এর আগে দাবি করেছিলেন খনিজ চুক্তি হচ্ছেই কিন্তু দুই প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্যালাপের জেরে বাতিল হয়ে গেল সেই চুক্তিও। ট্রাম্প আবার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অপমান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন– ‘ওঁর ছোঁয়াতেই আমি…’ অমিতাভ বচ্চনের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যের জন্য নিজের ব্লাউজ আঁটোসাঁটো করে সেলাই করাতে বলেছিলেন হেমা, ‘বাগবান’ ছবির সময় এ কী বলেছিলেন বলিউডের ‘ড্রিম গার্ল’?

advertisement

জেলেনস্কিকে এদিন কড়া কথা শোনান ট্রাম্প। বলেন, ‘‘আপনার দেশের মানুষ খুবই সাহসী। তবে বর্তমান পরিস্থিতিতে আপনাকে হয় রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে না হলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’’ শুক্রবার উপস্থিত সাংবাদিকদের সামনে বৈঠকের মাঝে ‘অনড়’ জেলেনেস্কিকে নিশানা করে ট্রাম্প বলেন, ‘‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট !’’ বলেন, শান্তি চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতেই হবে। তার জন্য কিছু ‘আপোস’ও করতে হবে, তবে তা খুব বেশি নয়।’’ তার পরেই বলেন, ‘‘চুক্তিবদ্ধ না হলে আপনার সঙ্গে থাকবে না আমেরিকা। আপনাকে একাই লড়াই চালিয়ে যেতে হবে।’’

advertisement

US President Donald Trump, Ukrainian President Volodymyr Zelenskyy and US Vice-President JD Vance

আরও পড়ুন– প্রতিদিন বিমানবন্দরে কী কাজ? যুবকের চালাকিতে হতবাক পুলিশ, এভাবেও বড়লোক হওয়া যায়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই ওয়াশিংটন ডিসি-কে পাশে পেয়েছিলেন জেলেনস্কি। তবে বিগত বছরগুলিতে মার্কিন মসনদে ছিলেন ডেমোক্র্যাট জো বাইডেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে সেই সব বদলে যায়। মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন ট্রাম্প। এবং তিনি ইউক্রেনের বদলে রাশিয়ার দিকে ঝুঁকতে থাকেন। এরই মধ্যে পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনাতেও বসেছিল আমেরিকা। যদিও সেই আলোচনায় ঠাঁই পায়নি ইউক্রেন। এত কিছুর মাঝেই ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে মুখোমুখি হন ট্রাম্প এবং জেলেনস্কি। সেই বৈঠক যে একেবারেই ভাল হল না, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trump-Zelenskyy: হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির তীব্র বাগ্‌যুদ্ধ ! যুদ্ধ থামাতে ‘আপোস’ করতে হবে, জেলেনস্কিকে শর্ত ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল