খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা এমনই একটি ভিডিও-কে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বে৷ যদিও এই গোটা ভিডিওটি এআই বা কৃত্রিম মেধার সাহায্যে তৈরি করা হয়েছে৷
আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স তুলসি গাবার্ড সম্প্রতি অভিযোগ করেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোয়েন্দা নথিতে কারচুপি করেছিলেন বারাক ওবামা৷ রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করছে, এমন অভিযোগ করতেই ওবামা এই পথ নিয়েছিলেন বলে অভিযোগ করেন গাবার্ড৷ নিজের দাবির সমর্থনে প্রায় একশোটি নথি প্রকাশ্যে আনেন তিনি৷
advertisement
এর পর পরই ডোনাল্ড ট্রাম্প এই ভিডিও নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন৷ বারাক ওবামার একটি পুরনো বক্তব্য দিয়ে সেই ভিডিও শুরু হচ্ছে৷ সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়৷ বিশেষত, আমেরিকার প্রেসিডেন্ট তো নয়ই৷ এর পরই প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেকের মুখে সেই একই বক্তব্য শোনা যাচ্ছে৷
এর পর দেখা যাচ্ছে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে রয়েছেন বারাক ওবামা৷ তখনই দু জন এফবিআই এজেন্ট এসে বারাক ওবামার হাত পিছমোড়া করে বেঁধে তাঁকে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন৷ আর এইসব কাণ্ড দেখে বসে বসে হাসছেন ডোনাল্ড ট্রাম্প৷ ভিডিওর শেষে দেখা যাচ্ছে কয়েদিদের পোশাক পরে জেলের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷
যদিও মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা এই ভিডিও-তে কোথাও উল্লেখ নেই যে এটি এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ভাবে ভুয়ো ভিডিও পোস্ট করাকে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক আচরণ বলে সমালোচনা করেছেন অনেকেই৷ যদিও তাঁর বিরুদ্ধে গোয়েন্দা নথিতে কারচুপি করার অভিযোগ অথবা এই ভুয়ো ভিডিও নিয়ে বারাক ওবামার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷