সংবাদ সংস্থা এএফপি-র কাছে হোয়াইট হাউজের এক আধিকারিক জানিয়েছেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শান্তি। আমাদের পার্টনারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দরকার। সিএনএন-এর কাছে সূত্রের বক্তব্য, ট্রাম্প যতক্ষণ না মনে করছেন যে, দেশের নেতারা শান্তির প্রতি সদিচ্ছার প্রতিশ্রুতি দেখিয়েছেন, ততক্ষণ পর্যন্ত এই বিরতি বহাল থাকবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক বলেন যে, সাহায্যের হাত স্থায়ী ভাবে বন্ধ করা হয়নি। বরং তা এই মুহূর্তের জন্য থামানো হয়েছে।
advertisement
সম্প্রতি রাশিয়া-ইউক্রেনের শান্তি চুক্তির উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে এ-ও ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, যাঁরা শান্তি চুক্তি করতে সম্মত হবেন না, তাঁরা বেশিদিন টিকবেন না। তিনি অবশ্য এ-ও ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়া শান্তি চুক্তিতে পৌঁছতে চাইছে।
আরও পড়ুন : নারাজ যুদ্ধবিরতিতে, ‘এটা সবার জন্যই এক ধরনের পরাজয়’, ট্রাম্পের সঙ্গে বাগযুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি, জানুন
সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক আলাপ-আলোচনায় ট্রাম্প বলেন যে, “চুক্তি করা এত কঠিন হওয়া উচিত নয়। এটা আরও দ্রুত তৈরি করা যেত। মনে হচ্ছে, কেউ হয়তো চুক্তি করতে চান না এবং যদি কেউ চুক্তি করতে না চান, তাহলে আমার মনে হয়, সেই ব্যক্তি খুব বেশিদিন টিকবেন না… কারণ আমার বিশ্বাস যে, রাশিয়া একটি চুক্তি করতে চাইছে। ট্রাম্পের অভিযোগ, যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইউরোপ থেকে সহায়তা পাচ্ছে, সেই কারণে জেলেনস্কি শান্তি চাইছেন না।”
জেলেনেস্কিকে ট্রাম্পের তিরস্কার
সম্প্রতি জেলেনস্কি বলেন যে, “ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসানের চুক্তি তো অনেক দূর।” যার জেরে তাঁকে ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। জেলেনেস্কি ব্যাখ্যা করে আরও বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের দীর্ঘমেয়াদি সম্পর্ক এতটাই মজবুত যে, ট্রাম্পের সঙ্গে সম্পর্কে উত্তেজনা থাকা সত্ত্বেও তাঁরা মার্কিন সহায়তা পেতে থাকবেন। জবাবে ট্রাম্প বলেন যে, এটা জেলেনস্কির সবথেকে খারাপ বিবৃতি ছিল। সেই সঙ্গে তিনি এ-ও জানান যে, এমনটা আর বেশিদিন সহ্য করবে না আমেরিকা। তখনই ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তুলে নেওয়ার সম্ভাবনারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালের একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে, যতক্ষণ না আমেরিকা আর ইউরোপ তাঁকে সহায়তা দিচ্ছে, ততক্ষণ শান্তি চুক্তিতে আসতে চাইবেন না জেলেনস্কি।
ট্রাম্প-জেলেনেস্কির দ্বন্দ্ব
শুক্রবার হোয়াইট হাউজে পৌঁছেছিলেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খনিজ চুক্তি করার কথা ছিল তাঁর। তবে তাঁর পোশাক-আশাক নিয়ে গোটা বিশ্বের সংবাদমাধ্যমের সামনে অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে। এই ঘটনার এতটাই ঘোরালো হয়ে উঠেছিল যে, কোনও চুক্তিই স্বাক্ষরিত হয়নি। যুগ্ম বিবৃতিও প্রকাশ করা হয়নি। এরপরে হোয়াইট হাউজ থেকে সটান বেরিয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে। এদিকে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেন যে, জেলেনস্কি অসম্মানজনক আচরণ করেছেন। আবার জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্প ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, “তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যেন জুয়া খেলছেন তিনি।”