ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, ডনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প এসক্যালেটরের দিকে এগোচ্ছেন৷ ওঁরা সেখানে পৌঁছনো মাত্রই সিঁড়িটা বন্ধ হয়ে গেল৷ কিছুক্ষণ পরেও সেটা চালু না হওয়ায় তখন তাঁরা সিঁড়ি দিয়েই ধাপে ধাপে উঠতে থাকেন৷
advertisement
যেহেতু, বিষয়টি মিডিয়ায় বহুল প্রচার পেয়েছে৷ সেই কারণে, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লিয়েভিট এই ঘটনায় তদন্তের দাবি করেছেন৷ বলেছেন, যদি এই ঘটনা ইচ্ছাকৃত হয়, তাহলে এর পিছনে যাঁরা আছে, তাঁদের ভুগতে হবে৷
পরে Fox News- এর সঙ্গে কথা বলার সময় লিয়েভিট বলেন, ‘‘যদি আমরা দেখি এটা রাষ্ট্রপুঞ্জ বা অন্য কোনও কর্মী ইচ্ছাকৃত ভাবে করেছে, তাহলে এর ফল ভুগতে হবে৷ আমি ব্যক্তিগত ভাবে বিষয়টা দেখব৷’’
আরও পড়ুন: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
অন্যদিকে, ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের প্রতিক্রিয়া, এসক্যালেটর কাজ না করার পিছনে যা ‘রহস্য’ ছিল তার সমাধান করা হয়েছে৷
রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ট্রাম্পের ভিডিওগ্রাফার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে তার আগমনের ছবি তোলার জন্য এসক্যালেটর দিয়ে আগে উঠে গিয়েছিলেন৷ তিনি হয়ত, অসাবধানতাবশত চলন্ত সিঁড়ির নিরাপত্তা ফাংশনটি চালু করে দেন৷ যখন এসক্যালেটরে কোনও জিনিস বা মানুষ আটকে যায়, তখন এই ব্যবস্থা কাজে লাগে এবং এসক্যালেটর বন্ধ হয়ে যায়৷