TRENDING:

আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প

Last Updated:

সূত্রের খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভারতে আসতে পারেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ৷ সূত্রের খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভারতে আসতে পারেন ৷ তবে এখনও পর্যন্ত ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি ৷ কূটনীতিকেরা জানিয়েছেন, এখনও দু’দেশের উচ্চ স্তরে কার্যক্রম নিয়ে চর্চা চলছে ৷
advertisement

ভারত সরকার ডোনাল্ড ট্রাম্পকে এর আগে দু’বার নয়াদিল্লির আসার আমন্ত্রণ জানিয়েছিল ৷ জুন ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ভারতে আসার নিয়ন্ত্রণ জানিয়েছিল ৷ গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তবে দু’বারই কোনও না কোনও কারণে ট্রাম্পের ভারত সফর বাতিল হয়ে যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৯ সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদি ‘হাউডি মোদি’ ইভেন্টের জন্য আমেরিকায় গিয়েছিলেন ৷ সেই সময় আরও একবার ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান মোদি ৷ ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে ট্রাম্প ভারতে আসতে না পারলে তাহলে রাষ্ট্রপতি হিসেবে এই টার্মে ট্রাম্প আসতে পারবেন না ৷ কারণ নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন ৷ এবং তা নিয়ে উনি ব্যস্ত হয়ে যাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল