TRENDING:

ব্রেক্সিটের রায়ে উচ্ছ্বসিত ট্রাম্প

Last Updated:

ব্রিটেনবাসী ব্রেক্সিটের পক্ষে রায় দিতেই ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘‘ দারুণ রায় ! দেশকে ফের নিজের কব্জায় আনার জন্য সমস্ত ব্রিটেনবাসীকে জানাই অভিনন্দন।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্লাসগো :  ব্রেক্সিটের রায় শুক্রবারই প্রকাশ হয়েছে ৷ সেখানে এর পক্ষেই রায় দিয়েছে ব্রিটেনবাসী ৷ যার জেরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ পর্যন্ত করতে বাধ্য হয়েছেন ৷ কিন্তু এসবের মধ্যে সবচেয়ে খুশি যেই মানুষটি তিনি হলেন রিপাবলিকান শিবিরের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে তিনি আবার এখন রয়েছেন ব্রিটেনের মাটিতেই ৷ ব্রিটেনবাসী ব্রেক্সিটের পক্ষে রায় দিতেই তাঁর প্রতিক্রিয়া, ‘‘ দারুণ রায় ! দেশকে ফের নিজের কব্জায় আনার জন্য সমস্ত ব্রিটেনবাসীকে জানাই অভিনন্দন।’’
advertisement

২৮টি দেশের ইউরোপীয়ান জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ৷ আর এই সময় ডোনাল্ডের এই ইউরোপীয়ান ইউনিয়ন বিরোধী মন্তব্য যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে কূটনীতিক মহলের ধারণা ৷ ব্রিটিশরাও যে এখন ওবামা বা হিলারির থেকে ট্রাম্পপন্থীকেই সমর্থন করছেন , ব্রেক্সিটের রায়েই তা স্পষ্ট ৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়েছিলেন, জোট বজায় রাখুক ব্রিটেন। সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনও তেমনটাই চেয়েছিলেন। ট্রাম্প যদিও প্রচারের শুরু থেকেই অন্য স্টান্স নিয়েছিলেন। স্বাধিকার আদায়ের কারণেই ব্রিটেনের ইউরোপীয় জোট ছেড়ে বেরিয়ে আসা উচিৎ বলে একাধিকবার মন্তব্য করেন তিনি। জোট ছাড়ার যুক্তি হিসেবে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইইউ-এর অভিবাসন নীতিকেও। আজ তাই ভোটের ফল বেরোতেই মুক্তকণ্ঠ ট্রাম্প। বলেন, ‘‘এমনটা যে হতে চলেছে, আগেই বলেছিলাম। আশা করব, আমেরিকা এই রায়ের দিকে নজর রাখবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ভোটের ফল ঘোষণার পরে মুখ খুলেছেন ওবামাও। ভোটের ফল আমেরিকা ও ব্রিটেন এই দু’দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেন তিনি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রেক্সিটের রায়ে উচ্ছ্বসিত ট্রাম্প