TRENDING:

US Election 2020: হোয়াইট হাউসে তিনিই ফিরছেন, ভোটগ্রহণ শুরুর পরও চূড়ান্ত আত্মবিশ্বাসী ট্রাম্প

Last Updated:

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভোটের ফলাফল নির্ধারণে অ্যারিজোনা এবং ফ্লোরিডার মতো যে রাজ্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে জয়ী হবেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: ভোটগ্রহণ শুরু হওয়ার পরেও জয়ের বিষয়ে তুমুল আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি৷ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভোটগ্রহণ শুরু হওয়ার পরেও যথেষ্ট ভাল ফলের আশা করছেন তিনি৷
advertisement

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভোটের ফলাফল নির্ধারণে অ্যারিজোনা এবং ফ্লোরিডার মতো যে রাজ্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে জয়ী হবেন তিনি৷ তাঁর কথায়, 'মনে হয় টেক্সাসে আমরা বড় ব্যবধানে জিতব৷ ফ্লোরিডা, অ্যারিজোনাতেও একই ফল হবে বলে আশাবাদী আমরা৷'

ট্রাম্প এতটা আত্মবিশ্বাসী হলেও অধিকাংশ নির্বাচনী সমীক্ষাতেই ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন-কে এগিয়ে রাখা হয়েছে৷ যদিও সেই সমস্ত পূর্বাভাসকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প৷ বরং সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ বিডেনের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে বিপুল সংখ্যক মার্কিন নাগরিক মেল করে যে অগ্রিম ভোটদান করেছেন, তা নিয়ে বেশ উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প৷ মেল করা ভোট গণনার ক্ষেত্রে কারচুপিরও আশঙ্কা করেছেন তিনি৷ করোনা অতিমারির ভয়ে ১০ কোটিরও বেশি মার্কিন নাগরিক অগ্রিম ভোটদান করেছেন বলে খবর৷ তবে ভোটদান সম্পূর্ণ হওয়ার আগেই নিজেকে জেতাতে তিনি ফলাফল ঘোষণা করে দেওয়ার চেষ্টা করছেন বলে যে অভিযোগ উঠছে, তা অস্বীকার করেছেন ট্রাম্প৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
US Election 2020: হোয়াইট হাউসে তিনিই ফিরছেন, ভোটগ্রহণ শুরুর পরও চূড়ান্ত আত্মবিশ্বাসী ট্রাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল