TRENDING:

Donald Trump on Iran Protest: 'সরকারি প্রতিষ্ঠানের দখল নিন, সাহায্য আসছে!' ইরানের প্রতিবাদীদের বার্তা ট্রাম্পের

Last Updated:

খামেইনি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পরই আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিল ইরান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানের প্রতিবাদীদের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ দেশের সরকারি প্রতিষ্ঠানগুলির দখল নেওয়ার জন্য ইরানের প্রতিবাদীর ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ শুধু তাই নয়, যাঁরা প্রতিবাদীদের উপরে অত্যাচার করছে, তাদের বড় মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকা থেকে সাহায্য আসছে বলেও ইরানের প্রতিবাদীদের আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷
News18
News18
advertisement

খামেইনি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পরই আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিল ইরান৷ যদিও এ দিন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ট্রাম্প৷ ইরানের আধিকারিকদের সঙ্গে নির্ধারিত সমস্ত বৈঠক বাতিল করেছেন তিনি৷

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘ইরানের যোদ্ধারা, প্রতিবাদ চালিয়ে যান৷ নিজেদের দেশের প্রতিষ্ঠানগুলির দখল নিন৷ হত্যাকারী এবং অত্যাচারীদের নামগুলি মনে রাখুন৷ ওদের এই সবকিছুর বড় মাশুল দিতে হবে৷’

advertisement

প্রতিবাদীদের নির্বিচারে হত্যার পর তিনি ইরানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক আলোচনা বন্ধ করে দিয়েছেন বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রতিবাদীদের অকারণ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের সঙ্গে সমস্ত আলোচনা বন্ধ রাখছি৷’ প্রতিবাদীদের উদ্দেশে ট্রাম্পের বার্তা, ‘আপনাদের জন্য সাহায্য আসছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
সাফল্যের নাম সুলতানা, গ্রামের পথ থেকে উঠে আসা যোগাসনের রাণী, দেশকে এনে দিচ্ছেন গর্ব
আরও দেখুন

দেশের আর্থিক অচলাবস্থার জেরে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ আলি খামেইনির শাসনের অবসানের দাবি জানিয়ে পথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী৷ পাল্টা বিক্ষোভ দমনে উঠেপড়ে লেগেছে নিরাপত্তা বাহিনীও৷ এখনও পর্যন্ত ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে দু হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছে ইরান সরকারও৷ যদিও বিরোধী শিবিরের দাবি, মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে৷ খামেইনির অভিযোগ, বিদেশী শক্তির প্ররোচনায় দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump on Iran Protest: 'সরকারি প্রতিষ্ঠানের দখল নিন, সাহায্য আসছে!' ইরানের প্রতিবাদীদের বার্তা ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল