ট্যুইটারের ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে পড়ে আছে নিথর দেহটি৷ তার পাশেই পড়ে রয়েছে নীল রঙের একটি বাইসাইকেল৷ আর কুকুরটি অলসভাবে বসে আছে রাস্তায়৷ অপেক্ষায়, কখন তার মালিক জেগে উঠবেন৷ নেটিজেনরা চতুষ্পদটির প্রতি উজাড় করে দিয়েছেন তাঁদের ভালবাসা৷
এক নেটিজেন জানিয়েছেন, রুশ আক্রমণে কিয়েভে পশুপ্রাণীদের দুরবস্থার কথা৷ তাঁর ট্যুইটে দাবি করা হয়েছে, খাবার ও জলের অভাবে কিয়েভে পশুশালায় মারা গিয়েছে ৩৫৫ টি কুকুর৷ তাঁর অভিযোগ, ক্রমাগত রুশ আক্রমণেই এই পরিণতি হয়েছে৷ কারণ মালিকরা অনুমতি পাননি তাঁদের পোষ্যদের জন্য খাবার নিয়ে আসার৷ ওই নেটিজেনের দাবি, মাত্র ১৫০ টি কুকুর এই পরিস্থিতি এখনও অবধি সামলে উঠতে পেরেছে৷
advertisement
আরও পড়ুন : ভ্যাপসা গরমে বার বার পেটের গণ্ডগোল ও ডায়রিয়া? রইল মুক্তির জন্য ঘরোয়া টোটকা
ভাইরাল এই ছবিটি মনে করিয়ে দিচ্ছে হলিউডের ছবি ‘হাচিকো’-কে৷ সেই ছবিতে এরকমই একটি পরিস্থিতি আছে৷ যেখানে পোষ্য অপেক্ষা করে থাকে কখন তার মালিক আবার জেগে উঠবেন৷ ১৯৩০ সালের জাপানের একটি আসল ঘটনা থেকেই ছবিটি করা হয়েছিল৷ হাচিকো নামের কুকুরটি তার মালিকের মৃত্যুর ৯ বছর পরও তাঁর পথ চেয়ে বসেছিল৷
আরও পড়ুন : বয়স বেড়ে যাওয়ার সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? মহিলাদের এই পরিচিত সমস্যার সমাধানও হাজির
আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সহজেই
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের শহর মারিয়ুপোলের মেয়র ভ্যাডিম বইচেঙ্কো সম্প্রতি জানিয়েছেন যে শহরের ৯০ শতাংশ পরিকাঠামোই ধ্বংস হয়ে গিয়েছে রুশ হানায়৷ ওই প্রতিবেদন অনুযায়ী মারিয়ুপোল শহরে ১ লক্ষ ৩০ হাজার মানুষ এখনও অবধি আটকে রয়েছেন৷