TRENDING:

Russia Ukraine War: আবার কখন জেগে উঠবেন...রুশ হানায় নিহত মালিকের পাশে অপেক্ষায় বসে পোষ্য সারমেয়

Last Updated:

Russia Ukraine War: কুকুরটি অলসভাবে বসে আছে রাস্তায়৷ অপেক্ষায়, কখন তার মালিক জেগে উঠবেন৷ নেটিজেনরা চতুষ্পদটির প্রতি উজাড় করে দিয়েছেন তাঁদের ভালবাসা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাশিয়া ইউক্রেন যুদ্ধের বহু ছবিই হৃদয় বিদারক৷ বিশ্ব জুড়ে নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে ছবিগুলি৷ সেই তালিকায় এখন শীর্ষে কিয়েভের একটি পথকুকুর৷ মালিকের নিথর দেহের পাশে অপেক্ষা করছে সে৷ কখন উঠে আবার আগের মতোই তাকে আদর করবে৷ সারমেয়টির বিশ্বাস, তার মালিক আবার আগের মতোই স্বাভাবিক থাকবেন৷ মৃত্যুর পরও তাই তাঁকে ছেড়ে চলে যায়নি কুকুরটি৷ ইউরোপীয় মিডিয়া সংস্থা নেক্সটা টিভি ইন্টারনেটে ছবিটি প্রকাশ করেছে৷ ট্যুইটারে ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘‘কুকুর তার মালিককে ছেড়ে কখনও চলে যায় না৷ এই কুকুরটির মালিক কিয়েভে প্রাণ হারিয়েছেন রুশ আক্রমণে৷’’
Russia Ukraine War
Russia Ukraine War
advertisement

ট্যুইটারের ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে পড়ে আছে নিথর দেহটি৷ তার পাশেই পড়ে রয়েছে নীল রঙের একটি বাইসাইকেল৷ আর কুকুরটি অলসভাবে বসে আছে রাস্তায়৷ অপেক্ষায়, কখন তার মালিক জেগে উঠবেন৷ নেটিজেনরা চতুষ্পদটির প্রতি উজাড় করে দিয়েছেন তাঁদের ভালবাসা৷

এক নেটিজেন জানিয়েছেন, রুশ আক্রমণে কিয়েভে পশুপ্রাণীদের দুরবস্থার কথা৷ তাঁর ট্যুইটে দাবি করা হয়েছে, খাবার ও জলের অভাবে কিয়েভে পশুশালায় মারা গিয়েছে ৩৫৫ টি কুকুর৷ তাঁর অভিযোগ, ক্রমাগত রুশ আক্রমণেই এই পরিণতি হয়েছে৷ কারণ মালিকরা অনুমতি পাননি তাঁদের পোষ্যদের জন্য খাবার নিয়ে আসার৷ ওই নেটিজেনের দাবি, মাত্র ১৫০ টি কুকুর এই পরিস্থিতি এখনও অবধি সামলে উঠতে পেরেছে৷

advertisement

আরও পড়ুন : ভ্যাপসা গরমে বার বার পেটের গণ্ডগোল ও ডায়রিয়া? রইল মুক্তির জন্য ঘরোয়া টোটকা

ভাইরাল এই ছবিটি মনে করিয়ে দিচ্ছে হলিউডের ছবি ‘হাচিকো’-কে৷ সেই ছবিতে এরকমই একটি পরিস্থিতি আছে৷ যেখানে পোষ্য অপেক্ষা করে থাকে কখন তার মালিক আবার জেগে উঠবেন৷ ১৯৩০ সালের জাপানের একটি আসল ঘটনা থেকেই ছবিটি করা হয়েছিল৷ হাচিকো নামের কুকুরটি তার মালিকের মৃত্যুর ৯ বছর পরও তাঁর পথ চেয়ে বসেছিল৷

advertisement

আরও পড়ুন : বয়স বেড়ে যাওয়ার সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? মহিলাদের এই পরিচিত সমস্যার সমাধানও হাজির

আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সহজেই

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

‘দ্য টাইমস অব ইসরায়েল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের শহর মারিয়ুপোলের মেয়র ভ্যাডিম বইচেঙ্কো সম্প্রতি জানিয়েছেন যে শহরের ৯০ শতাংশ পরিকাঠামোই ধ্বংস হয়ে গিয়েছে রুশ হানায়৷ ওই প্রতিবেদন অনুযায়ী মারিয়ুপোল শহরে ১ লক্ষ ৩০ হাজার মানুষ এখনও অবধি আটকে রয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: আবার কখন জেগে উঠবেন...রুশ হানায় নিহত মালিকের পাশে অপেক্ষায় বসে পোষ্য সারমেয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল