TRENDING:

Amazing Facts: Correct pronunciation of Dubai || আমরা যতই বলি 'দুবাই', এর উচ্চারণ কিন্তু একেবারে আলাদা! উত্তর দিতে বেশিরভাগই ডাহা ফেল

Last Updated:

তবে এর নাম কিন্তু দুবাই নয়৷ পর্যটকেরা এর নামটি ভুল উচ্চারণ করেন৷ আরবে এই জায়গাকে বলা হয় Doo Bay অথবা duh bae৷ যেখানে D খুবই মৃদুভাবে উচ্চারণ করা হয়৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাইয়ের সঠিক উচ্চারণ কিন্তু আলাদা
দুবাইয়ের সঠিক উচ্চারণ কিন্তু আলাদা
advertisement

সম্প্রতি দুবাই নিয়ে ভাইরাল হয় একটি খবর৷ বলা হয় দিনের বেলা দিব্য রয়েছে গ্রাম, কিন্তু রাত হলেই তা উধাও! কোথায় চলে যায় গ্রাম? সঠিক উত্তর জানা নেই গবেষকদেরও! দুবাইয়ের এই ‘ভুতুড়ে গ্রাম’ আল মাদাম-কে আজও রহস্যে মোড়া!  দিনের বেলা দেখা যায় চারদিকে বালির রাশি। মাঝখানে এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি বাড়ি আর একটি মসজিদ। গ্রামে কোনও জনবসতি নেই। প্রতিটি বাড়ি-ই ফাঁকা। গবেষণায় প্রাথমিকভাবে জানা যায়, এই গ্রমাএ বহু বছর আগে এক কঠিন অসুখ ছড়িয়ে পড়ে। অসুখের প্রকোপে গ্রামের সব মানুষ মারা যান। রোগের ভয়ে আর কেউ পরবর্তীতেও ওই গ্রামে বসতি গড়েনি। অনেক বিজ্ঞানীরা আবার এও মনে করেন, দুবাই যেমন অর্ধেক মরুভূমি, তেমনই রয়েছে সমুদ্র। ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস দ্রুত গরম হয়, আর উপরের দিকের বাতাস সমুদ্রের কারণে ঠান্ডা থাকে। ফলে নীচের দিকে যখন আলোর প্রতিসরণ হয়, তখনই মনে হয় গ্রামটি অদৃশ্য হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন- বাড়বে বিপত্তি! সাজা বহাল থাকলে পরবর্তী লোকসভা নির্বাচনে রাহুলের বয়স হবে ৬৩

আরও পড়ুন- দুয়ারে সরকার নিয়ে বিকেলে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক মুখ্যসচিবের, বাড়ছে জল্পনা

শুধু তাই নয় দুবাইয়ে মহা সমারোহে খুলে গেল সুদৃশ্য মন্দিরের দরজা৷ বহু মানুষ সেখানেও গিয়েছেন৷  সংযুক্ত আরব আমিরশাহী সরকার গত ২০১৯ সালে এই মন্দিরের জন্য জমি বরাদ্দ করে৷ তার পর তিলে তিলে তিন বছর ধরে তৈরি করা হয়েছে মন্দিরটি৷ এমনকি, অতিমারির তীব্রতাও বন্ধ করতে পারেনি কাজ৷

advertisement

পাশাপাশি সোনার জন্য তো খ্যাতি আছেই আমদানি শুল্কের কারণে ভারতের তুলনায় দুবাইয়ে সোনার দাম কম। যেখানে ভারতে সোনা আমদানিতে শুল্ক দিতে হয় দুবাইয়ে সোনার আমদানিতে কোনও শুল্ক ধার্য করা হয় না। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, দুবাইয়ে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৪,২৫২ টাকা। ভারতে মুম্বই শহরে ওই একই ১ গ্রাম সোনার দাম ৪,৬৫৬ টাকা। হিসেব করলে দেখা যাবে কেউ যদি দুবাই থেকে ১০ গ্রাম সোন কেনেন, তবে তিনি ৪,০০০ টাকা সাশ্রয় করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এর নাম কিন্তু দুবাই নয়৷ পর্যটকেরা এর নামটি ভুল উচ্চারণ করেন৷ আরবে এই জায়গাকে বলা হয় Doo Bay অথবা duh bae৷ যেখানে D খুবই মৃদুভাবে উচ্চারণ করা হয়৷ 

বাংলা খবর/ খবর/বিদেশ/
Amazing Facts: Correct pronunciation of Dubai || আমরা যতই বলি 'দুবাই', এর উচ্চারণ কিন্তু একেবারে আলাদা! উত্তর দিতে বেশিরভাগই ডাহা ফেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল